হোম > সারা দেশ > ঢাকা

বনশ্রীতে অস্ত্র ছিনতাইয়ের ঘটনায় আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ছবি: সংগৃহীত

রাজধানীর বনশ্রীতে এক ঠিকাদারের লাইসেন্স করা আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নেওয়ার ঘটনায় করা মামলার প্রধান আসামি ইয়াসিন পাটোয়ারীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রামপুরা থানার পুলিশ। এ সময় ছিনতাই হওয়া পিস্তল, একটি ম্যাগাজিন ও ১১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে দক্ষিণখান থানার পশ্চিমপাড়া আশকোনা এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাঁকে (২৪) গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন ডিএমপির মুখপাত্র মুহাম্মদ তালেবুর রহমান।

ডিএমপির পক্ষ থেকে বলা হয়, ভুক্তভোগী মো. আমিরুল ইসলাম পেশায় একজন ঠিকাদার। গত ২১ জুলাই রাত দেড়টার দিকে নরসিংদী থেকে কাজ শেষে বনশ্রীতে নিজের বাসায় ফিরছিলেন তিনি। পথে বনশ্রীর আবেশ হোটেলের সামনে অসুস্থ বোধ করায় গাড়ি থামিয়ে বের হন আমিরুল। সে সময় সেখানে থাকা এক যুবক তাঁকে ধরে গাড়িতে তুলে দেন। ওই যুবক নিজেও গাড়িতে ওঠেন। পরে বাসার নিচে পৌঁছালে আমিরুল তাঁকে গাড়ি থেকে নামতে বললে তিনি নিজেকে ইয়াসিন পাটোয়ারী নামে পরিচয় দেন। কিছুক্ষণ কথাবার্তার পর হঠাৎ তিনি আমিরুলের হাতে থাকা পিস্তল জোরপূর্বক ছিনিয়ে নিয়ে পালিয়ে যান।

এ ঘটনায় রামপুরা থানায় মামলা হলে গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ জানতে পারে, আশকোনার একটি বাসায় আত্মগোপনে আছেন ইয়াসিন। এরপর গতকাল অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর শোবার ঘরে বালিশের নিচ থেকে ছিনতাই হওয়া আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

সাবেক এমপি শাজাহান খানের মেয়ে ও নুরুন্নবী চৌধুরীর স্ত্রীর নামে দুদকের মামলা অনুমোদন

ধর্ষণের মামলায় গণ বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্র রিমান্ডে

নির্বাচনের আগে ডিএমপির ৫০ থানায় নতুন ওসি

যন্ত্রপাতি ও অর্থ আত্মসাতের অভিযোগে অনন্ত নিটওয়্যারের এমডিসহ চারজনের বিরুদ্ধে ঠিকাদারের মামলা

বাম দলের যমুনা যাত্রা কর্মসূচিতে পুলিশের লাঠিপেটা, আহত ২০

দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও করে ব্ল্যাকমেল: গণ বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী গ্রেপ্তার

দেশজুড়ে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দ্বিতীয় দিনের অর্ধদিবস কর্মবিরতি

কর্মচারীদের আন্দোলনে যাওয়া রাষ্ট্রের ব্যর্থতা: রাজেকুজ্জামান রতন

পরকীয়ার সন্দেহ, ডেমরায় স্ত্রী ও শাশুড়িকে যুবকের ছুরিকাঘাত

ডাক বিভাগের ফ্রান্সে রপ্তানির কার্গোতে ইয়াবা, ধরা পড়ল শাহজালাল বিমানবন্দরে