জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) মূল ফটকে ‘ছাত্রলীগ প্রবেশ নিষিদ্ধ’ লিখে পোস্টার টাঙিয়েছে কোটা সংস্কার আন্দোলনকারীরা। এ সময় পুরো ক্যাম্পাসে ‘ফাঁসির মঞ্চে ঝুলছে কে? গণতন্ত্র’, ‘পনেরোর হায়না’ লেখা বেশ কিছু পোস্টার লাগিয়ে দেয় আন্দোলনকারীরা।
আজ বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে পোস্টার টাঙাতে দেখা যায় আন্দোলনকারীদের।
আন্দোলনকারী শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে লাগানো পোস্টারে বলা হয়, ‘ক্যাম্পাসে ছাত্রলীগ প্রবেশ নিষিদ্ধ’। আদেশক্রমে-সাধারণ শিক্ষার্থী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়।
এ বিষয়ে আন্দোলনরত শিক্ষার্থী নাট্যকলা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের কিশোর সাম্য বলেন, ‘আমরা শিক্ষার্থীদের যৌক্তিক দাবি নিয়ে আন্দোলন করছি। ছাত্রলীগ সেখানে আমাদের ওপর হামলা চালিয়েছে। যেহেতু ছাত্রলীগ হামলা চালিয়েছে, তাই প্রতীকী প্রতিবাদ হিসেবে এ ব্যানার লাগিয়েছি। আমরা ক্যাম্পাসে সব ধরনের ছাত্ররাজনীতি নিষিদ্ধ চাই।’