ক্ষুদ্রঋণ সংস্থাসমূহের শীর্ষ সংগঠন ক্রেডিট অ্যান্ড ডেভেলপমেন্ট ফোরামের (সিডিএফ) ২০২৪—২০২৭ মেয়াদের জন্য গভর্নিং বডির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১৪ ডিসেম্বর) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত এই নির্বাচনে পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশনের (পপি) নির্বাহী পরিচালক মুর্শেদ আলম সরকার চেয়ারম্যান, ‘বিজ’-এর চিফ অপারেটিং অফিসার ইকবাল আহাম্মদ ভাইস চেয়ারম্যান এবং দিশা স্বেচ্ছাসেবী আর্থসামাজিক উন্নয়ন ও মানবিক কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক মো. রবিউল ইসলাম ট্রেজারার নির্বাচিত হয়েছেন।
সদস্য নির্বাচিত হয়েছেন অধ্যাপক ড. হোসনে আরা বেগম (নির্বাহী পরিচালক, টিএমএসএস), জহিরুল আলম (নির্বাহী পরিচালক, ইন্ট্রিগ্রেডেট
ডেভেলপমেন্ট ফাউন্ডেশন) এবং রাসেল আহম্মেদ লিটন (নির্বাহী প্রধান, এসকেএস ফাউন্ডেশন), এডভিন বরুন ব্যানার্জীর (নির্বাহী পরিচালক, পিদীম ফাউন্ডেশন) মো. সহিদ উল্লাহ্ (নির্বাহী পরিচালক, ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ ফর সোস্যাল এডভান্সমেন্ট (দিশা) এবং আরিফ সিকদার (নির্বাহী পরিচালক, আম্বালা ফাউন্ডেশন)।
এদিন সিডিএফের ২৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সিডিএফের চেয়ারম্যান মুর্শেদ আলম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিগত বছরের কার্যক্রম পর্যালোচনা, নিরীক্ষা প্রতিবেদন ২০২৩-২০২৪ এবং ২০২৪-২০২৫ সালের বাজেট ও কর্ম পরিকল্পনা অনুমোদন করা হয়।
মুর্শেদ আলম সরকার চেয়ারম্যান হিসেবে তার মেয়াদকালে ক্রেডিট অ্যান্ড ডেভেলপমেন্ট ফোরাম (সিডিএফ)-এর কর্মকান্ড ও অর্জিত মূল সাফল্যগুলো উপস্থাপন করেন। মুর্শেদ আলম সরকার বলেন, সিডিএফ জন্মলগ্ন থেকে বাংলাদেশ ক্ষুদ্রঋণ সেক্টরের একমাত্র প্রতিনিধিত্বশীল ফোরামের দায়িত্ব পালন করছে।
সভায় ভাইস চেয়ারম্যান ইকবাল আহাম্মদ আর্থিক বিবরণী ও বাজেট পেশ করেন। নির্বাহী পরিচালক মো. আব্দুল আউয়াল স্বাগত বক্তব্য উপস্থাপন করেন এবং সিডিএফ-এর বার্ষিক বিবরণী পেশ করেন।
বাংলাদেশে মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির (এমআরএ) সনদপ্রাপ্ত ৭৫০টির বেশি প্রতিষ্ঠান ক্ষুদ্র অর্থায়নে কাজ করছে। এই প্রতিষ্ঠানগুলোর একটি কেন্দ্রীয় নেটওয়ার্ক সিডিএফ।