হোম > সারা দেশ > ঢাকা

জবিতে আধা ঘণ্টা দেরিতে এসেও ভর্তিপরীক্ষার সুযোগ পেলেন ১২ জন

জবি প্রতিনিধি

দেরিতে আসা পরীক্ষার্থীদের মেডিকেল সেন্টারে বসানো হয়। ছবি: আজকের পত্রিকা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় আধা ঘণ্টা দেরি করে এসেও পরীক্ষা দেওয়ার সুযোগ পেয়েছেন ১২ জন পরীক্ষার্থী।

আজ শনিবার বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের দ্বিতীয় শিফটের ভর্তি পরীক্ষার সময় এ ঘটনা ঘটে। দেরি করে আসা শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের ওয়ার্ড রুমে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয়।

দ্বিতীয় শিফটের ভর্তি পরীক্ষা শুরু হয় দুপুর ১টায়। ১টা ২৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিটের মধ্যে ১২ জন ভর্তিচ্ছু কেন্দ্রে প্রবেশ করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক তাঁদের প্রশ্নপত্র ও ওএমআর শিট সরবরাহ করে মেডিকেল সেন্টারে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তাজাম্মুল হক বলেন, ‘আমাদের নির্দেশনা ছিল পরীক্ষা শুরু হওয়ার ২০ মিনিট পর্যন্ত কেন্দ্রে শিক্ষার্থী প্রবেশ করতে পারবে। কিন্তু ২০ মিনিটের পরও কিছু শিক্ষার্থী প্রবেশ করেছে। এখন তাদের বিশেষ বিবেচনায় মেডিকেল সেন্টারের ওয়ার্ডে পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে।’

এদিকে দেরি করে আসা পরীক্ষার্থীদের উত্তরপত্র মূল্যায়নের বিষয়ে জানতে চাইলে বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. মল্লিক আকরাম হোসেন বলেন, ‘যারা দেরি করে প্রবেশ করেছে তাদের খাতা মূল্যায়নের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। উপাচার্যের সঙ্গে বৈঠক চলছে। মিটিংয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

ডেইলি স্টারে লুটপাট-অগ্নিসংযোগের ঘটনায় ৩৫০-৪০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা

ঢামেকে তরুণীর লাশ ফেলে পালালেন ‘স্বামী’

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলা করায় স্ত্রীর কারাদণ্ড

বড়দিন উপলক্ষ ২১টি গির্জায় আর্থিক প্রণোদনা দিল ডিএনসিসি

৩০ কার্যদিবসের মধ্যে হাদি হত্যার বিচার শেষ করার দাবি

জাবিতে ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে এসে আটক ঢাবি শিক্ষার্থীর কারাদণ্ড

রাজনীতিতে পরস্পরের বিরুদ্ধে গালাগালিতে শত্রুরা উপকৃত হয়: ড. মাহবুব উল্লাহ

প্রথম আলো কার্যালয়ে হামলার ঘটনায় ১৫ জন কারাগারে

জাবিতে ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বন, আটক ১

শিক্ষার্থী হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক এমপি বাদলকে