নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর মিরপুর ১৩ নম্বরের শ্যামল পল্লী বস্তিতে আগুন লেগেছে। আজ রোববার সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। রাত ৮টা ১০ মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, মিরপুর ফায়ার স্টেশনের তিনটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে। আগুন নিয়ন্ত্রণে সাহায্য করতে কুর্মিটোলা ফায়ার স্টেশনের দুটি ও পল্লবী ফায়ার স্টেশনের আরও দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে।
তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত, ক্ষয়ক্ষতির পরিমাণ ও কোনো হতাহতের তথ্য জানা যায়নি। আগুন নেভানোর চেষ্টা চলছে।