হোম > সারা দেশ > ঢাকা

মধ্যরাতে বাইকে এসে রাজু ভাস্কর্যের নারীমূর্তির মাথায় হিজাব পরাল কারা

ঢাবি প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের নারীমূর্তির মাথায় হিজাবের আদলে কালো কাপড় পরানো হয়েছে। প্রত্যক্ষদর্শীরা বলছেন, মোটরসাইকেল নিয়ে কয়েকজন এসে এ কাজ করেছে। তাদের মুখ ঢাকা ছিল, তাই তাদের চেনা যায়নি। পরে সেটি সরিয়ে নেন শিক্ষার্থীরা।

গতকাল রোববার মধ্যরাতে এই ঘটনা ঘটেছে। তবে কে বা কারা এ কাজ করেছে, তা এখনো চিহ্নিত করতে পারেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন।

ঘটনার সময়ে সেখানে থাকা একাধিক প্রত্যক্ষদর্শী আজকের পত্রিকাকে জানান, মোটরসাইকেল নিয়ে কয়েকজন মিলে এসে এ কাজ করেছে। তাদের মুখ ঢাকা ছিল, তাই তারা কারা চেনা যায়নি। পরে রাজু ভাস্কর্যের নারী ভাস্কর্যের মাথায় কালো কাপড় সরিয়ে নেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক তারিকুল ইসলাম, মাহিন সরকার ও ছাত্র ইউনিয়নের সাবেক নেতা লিটন নন্দীসহ বেশ কয়েকজন। 

এ বিষয়ে তারিকুল ইসলাম বলেন, ‘আওয়ামী ফ্যাসিস্টরা তাদের ষড়যন্ত্রের অংশ হিসেবে এটা করেছে। এটা করে তারা সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করতে চায়। ছাত্র-জনতাকে এ বিষয়ে সজাগ দৃষ্টি রাখতে হবে। আমরা সেটি দেখার সঙ্গে সঙ্গে সরিয়ে ফেলেছি।’ 

কালো কাপড় পরানের ঘটনা জানার পর ঘটনাস্থলে দুজন সহকারী প্রক্টর পাঠান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দীন আহমেদ। সহকারী প্রক্টর রফিকুল ইসলাম ও রবিউল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। 

প্রক্টর সাইফুদ্দীন আহমেদ বলেন, ‘এ বিষয়ে তদন্ত কমিটি করা হবে। এখানে এসব করা যাবে না। অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসা হবে।’

সাবেক এমপি শাজাহান খানের মেয়ে ও নুরুন্নবী চৌধুরীর স্ত্রীর নামে দুদকের মামলা অনুমোদন

ধর্ষণের মামলায় গণ বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্র রিমান্ডে

নির্বাচনের আগে ডিএমপির ৫০ থানায় নতুন ওসি

যন্ত্রপাতি ও অর্থ আত্মসাতের অভিযোগে অনন্ত নিটওয়্যারের এমডিসহ চারজনের বিরুদ্ধে ঠিকাদারের মামলা

বাম দলের যমুনা যাত্রা কর্মসূচিতে পুলিশের লাঠিপেটা, আহত ২০

দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও করে ব্ল্যাকমেল: গণ বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী গ্রেপ্তার

দেশজুড়ে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দ্বিতীয় দিনের অর্ধদিবস কর্মবিরতি

কর্মচারীদের আন্দোলনে যাওয়া রাষ্ট্রের ব্যর্থতা: রাজেকুজ্জামান রতন

পরকীয়ার সন্দেহ, ডেমরায় স্ত্রী ও শাশুড়িকে যুবকের ছুরিকাঘাত

ডাক বিভাগের ফ্রান্সে রপ্তানির কার্গোতে ইয়াবা, ধরা পড়ল শাহজালাল বিমানবন্দরে