হোম > সারা দেশ > ঢাকা

দরবার থেকে আল্লাহর অলিদের মাধ্যমে এদেশে ইসলাম এসেছে: মুক্তিযুদ্ধ মন্ত্রী 

মুন্সিগঞ্জ প্রতিনিধি

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক. ম মোজ্জামেল হক বলেছেন, ‘দরবার থেকে আল্লাহর অলিদের মাধ্যমে এদেশে ইসলাম এসেছে। ইসলামের অপব্যাখ্যাকারী, ধর্ম ব্যবসায়ীদের মাধ্যমে ইসলাম আসেনি। সুফিবাদের মাধ্যমে ইসলাম এসেছে। সুফিবাদের সবচেয়ে বড় শিক্ষা মৌনবতনা। মানুষ সবার ঊর্ধ্বে। আল্লাহর সৃষ্টি জগতের সর্বশ্রেষ্ঠ। সেই জিনিসটাই এখন ধর্মের নামে অপব্যাখ্যা করে জঙ্গিতে রূপ দিয়েছে।’

আজ বৃহস্পতিবার দুপুরে মুন্সিগঞ্জের লৌহজংয়ের চান্দের বাড়িতে হজরত শাহ সুফি খাজা আনোয়ারারুল হক রওশন জামিলের আবির্ভাব দিবস উপলক্ষে ২৫ তম বার্ষিক ইসলামি জলসায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘সুফিবাদের যারা সেবক, সুফিবাদ নিয়ে যারা কাজ করেন, তাদের মাধ্যমে আল্লাহ তাআলার পবিত্র কোরআনের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা করতে সুফিবাদের সেবকদেরকে আল্লাহ যেন তৌফিক দান করেন। নবী করিম (স.) এর যে আদর্শ, তাঁর যে গুণাবলি, তাঁর যে চারিত্রিক বৈশিষ্ট্য ছিল সেগুলো আমরা ধারণ করে, মানুষকে আমাদের কাজের মাধ্যমে, আমাদের কথা-বার্তা আচার আচরণের মাধ্যমে যেন অন্যরা আল্লাহকে চিনতে পারে, আল্লাহ সেকাজ করার তৌফিক দান করুক।’

এ সময়ে উপস্থিত ছিলেন—মুন্সিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এফ রহমান হলের প্রভোস্ট ড. সাইফুল ইসলাম, মোস্তাক আহমেদ, হাক্কানি মঞ্জিলের ধারক বাহক আলহাজ্ব জাকির হোসেন সোবহানী, মো. মুজিবুর রহমান, আশেকান কামাল হাওলাদার, মো. খবির শাহ, উপজেলা নির্বাহী কর্মকর্তা ডা. মো. আব্দুল আউয়াল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ সিকদার, উপজেলা ভাইস চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তপন, কুমারভোগ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি লুৎফর ও সাধারণ সম্পাদক মো. সেলিম দেওয়ান প্রমুখ।

জুলাইয়ের অজ্ঞাতনামা শহীদ: কবর থেকে মরদেহ তুলে শনাক্তের কাজ শুরু

উদ্বোধন হলো কসাইবাড়ি-কাঁচকুড়া বাজার ‘হাফেজ্জী হুজুর সরণি’

সেই এনায়েত করিমের মামলায় সাংবাদিক শওকত মাহমুদকে গ্রেপ্তার দেখাল ডিবি

‘রোজা ও পূজা একই মুদ্রার এপিঠ-ওপিঠ’: শিশির মনিরের বিরুদ্ধে মামলার আবেদন, তদন্তে ডিবি

কেরানীগঞ্জে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

রাজবাড়ীতে মুক্তিযোদ্ধাদের কবরের জন্য নির্ধারিত স্থানে আগুন

শাহজালাল বিমানবন্দরে যাত্রীর লাগেজে ৯৩ হাজার ইউরো

সাংবাদিক শওকত মাহমুদকে বাসার সামনে থেকে তুলে নিয়ে গেল ডিবি

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পেছাল

ইটনায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৬ জনের কারাদণ্ড