হোম > সারা দেশ > ঢাকা

দরবার থেকে আল্লাহর অলিদের মাধ্যমে এদেশে ইসলাম এসেছে: মুক্তিযুদ্ধ মন্ত্রী 

মুন্সিগঞ্জ প্রতিনিধি

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক. ম মোজ্জামেল হক বলেছেন, ‘দরবার থেকে আল্লাহর অলিদের মাধ্যমে এদেশে ইসলাম এসেছে। ইসলামের অপব্যাখ্যাকারী, ধর্ম ব্যবসায়ীদের মাধ্যমে ইসলাম আসেনি। সুফিবাদের মাধ্যমে ইসলাম এসেছে। সুফিবাদের সবচেয়ে বড় শিক্ষা মৌনবতনা। মানুষ সবার ঊর্ধ্বে। আল্লাহর সৃষ্টি জগতের সর্বশ্রেষ্ঠ। সেই জিনিসটাই এখন ধর্মের নামে অপব্যাখ্যা করে জঙ্গিতে রূপ দিয়েছে।’

আজ বৃহস্পতিবার দুপুরে মুন্সিগঞ্জের লৌহজংয়ের চান্দের বাড়িতে হজরত শাহ সুফি খাজা আনোয়ারারুল হক রওশন জামিলের আবির্ভাব দিবস উপলক্ষে ২৫ তম বার্ষিক ইসলামি জলসায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘সুফিবাদের যারা সেবক, সুফিবাদ নিয়ে যারা কাজ করেন, তাদের মাধ্যমে আল্লাহ তাআলার পবিত্র কোরআনের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা করতে সুফিবাদের সেবকদেরকে আল্লাহ যেন তৌফিক দান করেন। নবী করিম (স.) এর যে আদর্শ, তাঁর যে গুণাবলি, তাঁর যে চারিত্রিক বৈশিষ্ট্য ছিল সেগুলো আমরা ধারণ করে, মানুষকে আমাদের কাজের মাধ্যমে, আমাদের কথা-বার্তা আচার আচরণের মাধ্যমে যেন অন্যরা আল্লাহকে চিনতে পারে, আল্লাহ সেকাজ করার তৌফিক দান করুক।’

এ সময়ে উপস্থিত ছিলেন—মুন্সিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এফ রহমান হলের প্রভোস্ট ড. সাইফুল ইসলাম, মোস্তাক আহমেদ, হাক্কানি মঞ্জিলের ধারক বাহক আলহাজ্ব জাকির হোসেন সোবহানী, মো. মুজিবুর রহমান, আশেকান কামাল হাওলাদার, মো. খবির শাহ, উপজেলা নির্বাহী কর্মকর্তা ডা. মো. আব্দুল আউয়াল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ সিকদার, উপজেলা ভাইস চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তপন, কুমারভোগ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি লুৎফর ও সাধারণ সম্পাদক মো. সেলিম দেওয়ান প্রমুখ।

নারায়ণগঞ্জে সিমেন্ট কারখানায় বিস্ফোরণে ৭ জন দগ্ধ

দক্ষিণ বনশ্রীতে স্কুলছাত্রীর গলাকাটা লাশ উদ্ধার

নিকুঞ্জে অজ্ঞান পার্টির কবলে অষ্টম শ্রেণির ছাত্র

হাদি হত্যা: চার্জশিটে আপত্তি থাকলে বাদীকে আদালতে হাজির হওয়ার নির্দেশ

গুলিস্তানে বাসের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮

স্বেচ্ছাসেবক দলের নেতা মোসাব্বির হত্যায় শুটার জিনাতসহ গ্রেপ্তার ৩

এবার মিরপুর রোডে তিতাসের ভালভ ফেটেছে, ভোগান্তি দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা

মোসাব্বির হত্যা: খুনিদের ছবি স্পষ্ট পরিচয় অজানা

যশোর সাংবাদিক ফোরাম ঢাকার আত্মপ্রকাশ