হোম > সারা দেশ > ঢাকা

বেবিচকের সাবেক প্রকৌশলী ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রায় অর্ধকোটি টাকা মূল্যের অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সাবেক সহকারী প্রকৌশলী মো. নজরুল ইসলাম ও তাঁর স্ত্রী মাসুদা ইসলামের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

আজ রোববার সংস্থাটির সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ সহকারী পরিচালক আল আমিন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। দুদকের একটি সূত্র আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছে। 

সূত্র জানায়, মামলায় নজরুল ইসলামের স্ত্রী মাসুদা ইসলামকে প্রধান আসামি করা হয়েছে। তাদের দুজনের বিরুদ্ধে ৪৯ লাখ ৩৭ হাজার ৭৩২ টাকার অবৈধ সম্পদ অর্জন ও ১৮ লাখ ১৪ হাজার ৬৭৪ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনা হয়। 

মামলার এজাহারে বলা হয়, আসামি মাসুদা ইসলামের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের প্রাথমিক সত্যতা পাওয়ায় দুদক থেকে তার নামে সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারি করা হয়। 

এর পরিপ্রেক্ষিতে মাসুদা ইসলাম ২০১৭ সালের জানুয়ারি মাসে সম্পদ বিবরণী দাখিল করেন। যেখানে তিনি ১৮ লাখ ১৪ হাজার ৬৭৪ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন। সম্পদ বিবরণী বিশ্লেষণ করে দেখা যায় মাসুদা ইসলাম ৪৯ লাখ ৩৭ হাজার ৭৩২ টাকা জ্ঞাত আয় বহির্ভূত ভাবে অর্জন করেছেন। 

এতে আরও বলা হয়,  মাসুদা ইসলাম একজন গৃহিণী। তার নামে আলাদা আয়কর নথি থাকলেও, তিনি স্বামীর আয়ের ওপর নির্ভরশীল। অর্থাৎ আসামি মকসুদ ইসলাম তার স্বামী মো. নজরুল ইসলামের সহায়তায় অবৈধভাবে অর্জিত সম্পদকে বৈধতাদানের অসৎ উদ্দেশ্যে নিজ নামে জ্ঞাত আয় বহির্ভূত টাকার সম্পদ অর্জনপূর্বক ভোগ দখল করেছেন। 

আসামিদের নামে দুদক আইন, ২০০৪ এর ২৭ (১) ধারা, ২৬ (২) ধারা ও দণ্ডবিধির ১০৯ ধারায় অভিযোগ আনা হয়েছে বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে।

রাজধানীর বসুন্ধরায় মোটরসাইকেলে প্রাইভেটকারের ধাক্কা, মারধরে আইনজীবীর মৃত্যু

রাজধানীর হাজারীবাগে যুবককে কুপিয়ে হত্যা

নিষেধাজ্ঞা ভেঙে আতশবাজি-ফানুসে খ্রিষ্টীয় বর্ষবরণ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান মারা গেছেন

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে একজনের মৃত্যু

আজ সন্ধ্যা ৭টা থেকে বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ তিনজনের মৃত্যু

কেরানীগঞ্জের সেই মাদ্রাসার পাশে ফের বিস্ফোরণ, আহত ১

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ

খালেদা জিয়ার জানাজা ঘিরে যেসব সড়কে যান চলাচল বন্ধ ও ডাইভারশন