পুরান ঢাকায় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালের সামনে লাল চাঁদ ওরফে সোহাগ হত্যা মামলায় আরও দুজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ বুধবার সকালে ঢাকার কেরানীগঞ্জ এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কোতোয়ালি থানা-পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. পারভেজ (২৬) ও মো. জহিরুল ইসলাম (৩৮)।
আজ বিকেলে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।
কোতোয়ালি থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে ঢাকার কেরানীগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে পারভেজ ও জহিরুলকে গ্রেপ্তার করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৯ জুলাই স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের ৩ নম্বর গেটের সামনে পাকা রাস্তার ওপর একদল দুর্বৃত্ত সোহাগকে (৩৯) এলোপাতাড়ি আঘাত করে ও কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে। এ ঘটনায় নিহতের বড় বোন কোতোয়ালি থানায় মামলা করেন।
সোহাগ হত্যায় জড়িত থাকার অভিযোগে এর আগে পুলিশ ও র্যাব ৯ জন আসামিকে গ্রেপ্তার করে।
আজ পারভেজ ও জহিরুলকে গ্রেপ্তারের মধ্য দিয়ে সোহাগ হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া আসামির সংখ্যা দাঁড়াল ১১ জনে।
মামলার বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।