হোম > সারা দেশ > ঢাকা

রাবি ও চট্টগ্রামে শিবিরের হামলা এবং নারীদের ওপর হিংস্র আক্রমণের প্রতিবাদে বামপন্থীদের সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মধুর ক্যানটিনে সংবাদ সম্মেলন করেন বামপন্থী ছাত্র সংগঠনের নারী সদস্যরা।

রাবি ও চট্টগ্রামে শিবিরের হামলার বিচার এবং অফলাইন-অনলাইনে নারীদের ওপর হিংস্র আক্রমণের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন বামপন্থী ছাত্র সংগঠনের নারী সদস্যরা। আজ শুক্রবার সকাল ১১টায় মধুর ক্যানটিনে সংবাদ সম্মেলন করেন তাঁরা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের কেন্দ্রীয় অর্থ সম্পাদক স্কাইয়া ইসলাম।

লিখিত বক্তব্যে তাঁরা জানান, ‘চিহ্নিত যুদ্ধাপরাধী সম্পূর্ণ নির্দোষ খালাস পেয়ে যাচ্ছে আবার এটিকে ন্যায়বিচার বলে বর্তমান আইন উপদেষ্টা উল্লসিত হয়ে স্টেটমেন্ট দিচ্ছেন। গণতান্ত্রিক আন্দোলনকারীদের ওপর আক্রমণ করছে ধর্মীয় ফ্যাসিবাদী গোষ্ঠী এবং অন্তর্বর্তীকালীন সরকার ও তার বাহিনী তা ক্রমাগত মদদ দিয়ে যাচ্ছে। এ অবস্থায় জুলাই গণ-অভ্যুত্থানের ফ্রন্টলাইনার হিসেবে আমরা দায় অনুভব করছি সামগ্রিক বিচার ব্যবস্থা এবং ধর্মীয় ফ্যাসিবাদী হামলার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে।’

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রজোটের কর্মসূচিতে ইসলামী ছাত্র শিবিরের হামলায় রাজশাহী বিশ্ববিদ্যালয় বিপ্লবী ছাত্র যুব আন্দোলনের রাবি শাখার আহ্বায়ক তারেক আশরাফ, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন রাবি শাখার কোষাধ্যক্ষ কায়সার আহমেদ ও দপ্তর সম্পাদক সৈকত ইমতিয়াজ, বিপ্লবী ছাত্র মৈত্রীর রাবি শাখার সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার আলিফ এবং ছাত্র গণমঞ্চের রাবি শাখার আহ্বায়ক নাসিম সরকার আহত হন।

চট্টগ্রামে শিবিরকর্মী ও স্থানীয় জামায়াত আমির শাহজাহানের সঙ্গে সংশ্লিষ্ট আকাশ চৌধুরী গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের কেন্দ্রীয় সভাপতি সাঈদুল হক নিশান ও সহসভাপতি এনি চৌধুরীর ওপর হিংসাত্মক আক্রমণ করেন। চট্টগ্রামে আহতদের মধ্যে আরও রয়েছেন—শ্রীকান্ত বিশ্বাস শিকু, যিনি জুলাই অভ্যুত্থানে চট্টগ্রামের নিউ মার্কেট এলাকায় ছাত্রলীগের হামলায় গুরুতর আহত হন।

সংবাদ সম্মেলনে জুলাই অভ্যুত্থানের পর তৌহিদি জনতার ব্যানারে নারী ফুটবল খেলার পর আক্রমণ নিয়েও কথা বলেন বক্তারা।

তাঁরা বলেন, ‘তৌহিদি জনতার ব্যানারে নারী ফুটবল খেলার পর আক্রমণ, এরপর একজন নারীকে যৌন হয়রানির বিরুদ্ধে মামলা তুলতে বাধ্য করা, নারী সংস্কার কমিশনের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানো এবং সর্বশেষ নরসিংদী সরকারি কলেজের অধ্যাপক নাদিরা ইয়াসমিনের বিরুদ্ধে সংঘবদ্ধ মব তৈরি করে তাঁর শিক্ষকতা বাতিল—এসব আক্রমণের বিরুদ্ধে সরকার কোনো আশু পদক্ষেপ গ্রহণ না করলে, আমরা সম্মিলিতভাবে তা রুখে দাঁড়াব।’

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিপ্লবী ছাত্র মৈত্রীর ঢাবি শাখার সভাপতি নাজিয়া হোসাইন রাশা বলেন, ‘গণতান্ত্রিক আন্দোলন করার অধিকার সবারই রয়েছে। আমরা দেখলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রামে ছাত্রজোটের শান্তিপূর্ণ মিছিলে শিবিরের সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালাল। একজন চিহ্নিত যুদ্ধাপরাধীর খালাসের প্রতিবাদেই আমরা আন্দোলন করছিলাম। আজও বিকেল ৪টায় আমাদের গণতান্ত্রিক ছাত্রজোটের আহ্বানে বিক্ষোভ মিছিলে পরবর্তী কর্মসূচি ঘোষণা করব।’

এ ছাড়া সম্মেলনে আরও উপস্থিত ছিলেন—বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সমাজকল্যাণ সম্পাদক তিলোত্তমা ইতি ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের মহানগরের সদস্য সাবরিনা হক।

সাবেক এমপি শাজাহান খানের মেয়ে ও নুরুন্নবী চৌধুরীর স্ত্রীর নামে দুদকের মামলা অনুমোদন

ধর্ষণের মামলায় গণ বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্র রিমান্ডে

নির্বাচনের আগে ডিএমপির ৫০ থানায় নতুন ওসি

যন্ত্রপাতি ও অর্থ আত্মসাতের অভিযোগে অনন্ত নিটওয়্যারের এমডিসহ চারজনের বিরুদ্ধে ঠিকাদারের মামলা

বাম দলের যমুনা যাত্রা কর্মসূচিতে পুলিশের লাঠিপেটা, আহত ২০

দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও করে ব্ল্যাকমেল: গণ বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী গ্রেপ্তার

দেশজুড়ে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দ্বিতীয় দিনের অর্ধদিবস কর্মবিরতি

কর্মচারীদের আন্দোলনে যাওয়া রাষ্ট্রের ব্যর্থতা: রাজেকুজ্জামান রতন

পরকীয়ার সন্দেহ, ডেমরায় স্ত্রী ও শাশুড়িকে যুবকের ছুরিকাঘাত

ডাক বিভাগের ফ্রান্সে রপ্তানির কার্গোতে ইয়াবা, ধরা পড়ল শাহজালাল বিমানবন্দরে