হোম > সারা দেশ > ঢাকা

শ্রমিকদের অনির্দিষ্টকালের ধর্মঘটে অচল সদরঘাট, দুর্ভোগে যাত্রীরা

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

ন্যূনতম মজুরি ২০ হাজার টাকা, নিয়োগপত্র, পরিচয়পত্র, সার্ভিস বুক প্রদান, নৌ-পথে ডাকাতি বন্ধসহ নৌযান শ্রমিক সংগ্রাম পরিষদের ১০ দফা দাবিতে অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করছেন নৌ শ্রমিকেরা। চলমান নৌ শ্রমিকদের ধর্মঘটে প্রায় অচল হয়ে পড়েছে দেশের প্রধান নদীবন্দর তথা সদরঘাট লঞ্চ টার্মিনাল।

শনিবার দিবাগত রাত ১২টা থেকে শুরু হওয়া এ অনির্দিষ্টকালের ধর্মঘটে কারণে রোববার সকাল থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে দেশের বিভিন্ন অঞ্চলে কোনো লঞ্চ ছেড়ে যায়নি। এতে চরম দুর্ভোগে পড়েছেন সদরঘাট থেকে বিভিন্ন রুটে চলাচলকারী যাত্রীরা। 

কয়েকজন যাত্রীর সঙ্গে কথা বলে জানা যায়, নৌযান ধর্মঘটের ব্যাপারে তারা কিছুই জানেন না। ফলে অনেক যাত্রীকে ঘাটে এসে হতাশ হয়ে ফিরে যেতে হচ্ছে। 

সদরঘাট থেকে চাঁদপুরগামী যাত্রী মো. মোখলেছুর রহমান বলেন, ‘চাঁদপুরের মতলব এলাকায় যাওয়ার উদ্দেশ্যে পরিবার পরিজন নিয়ে সকাল সকাল সদরঘাট টার্মিনালে চলে আসি। টার্মিনালে এসে শুনি ধর্মঘট। ভেবেছি ধর্মঘট হয়তো শিথিল হতে পারে তাই দুপুর পর্যন্ত টার্মিনালেই অপেক্ষা করি, কিন্তু ধর্মঘট আর প্রত্যাহার হয় না। তাই বাধ্য হয়ে আবার ফিরে যাচ্ছি।’ 

ছেলেকে সঙ্গে নিয়ে সদরঘাটে এসেছেন রোজিনা, যাবেন বরিশাল। ধর্মঘটের ব্যাপারে জানতেন বলে রোজিনা বলেন, ‘সকালে টার্মিনালে এসে দেখি লঞ্চ বন্ধ। অনেকক্ষণ অপেক্ষা করেও কোনো লঞ্চ পেলাম না। লঞ্চের লোকজনও বলছেন না কখন লঞ্চ ছাড়বে।’ 

সদরঘাট টার্মিনালে অবস্থানরত নৌ শ্রমিক জালাল মিয়া বলেন, ‘নৌপরিবহন শ্রমিকদের সর্বনিম্ন মজুরি ২০ হাজার টাকা নির্ধারণ এবং দুর্ঘটনা ও কর্মস্থলে মৃত্যুজনিত ক্ষতিপূরণ ২ লাখ টাকা থেকে বাড়িয়ে ১০ লাখ টাকা নির্ধারণসহ ১০ দফা দাবিতে আমরা ধর্মঘট করেছি। দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা ধর্মঘট প্রত্যাহার করবে না।’ 

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ ঢাকা নদীবন্দরের যুগ্ম পরিচালক মো. শহীদুল্লাহ বলেন, ‘নৌ শ্রমিকদের দাবির বিষয়টি আমাদের এখতিয়ারে নেই, এটি মন্ত্রণালয়ের ব্যাপার। আশা করি আলোচনার মাধ্যমে সমাধান হবে। কোন রকম বিশৃঙ্খলা ছাড়াই ঢাকা নদী বন্দরে শান্তিপূর্ণভাবেই ধর্মঘট পালিত হচ্ছে।’ 

ধানমন্ডিতে ককটেল বিস্ফোরণ

ঋণমুক্তির স্বপ্ন নিয়ে ঢাকায় এসেছিলেন সিয়াম, নিভে গেলেন হাতবোমায়

হাদি হত্যা: আদালতে ঘটনার যে বর্ণনা দিলেন প্রত্যক্ষদর্শী সেই রিকশাচালক

নারায়ণগঞ্জে কোটি টাকা মূল্যের নকল স্ট্যাম্প জব্দ, আটক ২

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি, জমকালো আয়োজনে নবীন-প্রবীণের মিলনমেলা

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট

গজারিয়ায় পুলিশের টহল গাড়িতে কাভার্ড ভ্যানের ধাক্কা, সার্জেন্টসহ আহত দুই

রাজবাড়ীতে চাঁদাবাজির সময় গণপিটুনিতে সম্রাট বাহিনীর প্রধান নিহত

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট