হোম > সারা দেশ > ঢাকা

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে

চালক ও সহকারীকে বেঁধে রেখে মাছভর্তি পিকআপ ভ্যান ছিনতাই

মুন্সিগঞ্জ প্রতিনিধি

আবু বক্কর সিদ্দিক সাগর ও মো. আল-আমিন হোসেন। ছবি: আজকের পত্রিকা

মুন্সিগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে থেকে চালক ও তাঁর সহকারীকে হাত-পা বেঁধে ১৬৮ কার্টন মাছভর্তি পিকআপ ভ্যান ছিনতাই করেছে দুর্বৃত্তরা। আজ সোমবার ভোরে উপজেলার পাটাভোগ এলাকায় এ ঘটনা ঘটে।

আহত অবস্থায় পিকআপ ভ্যানের চালক আবু বক্কর সিদ্দিক সাগর (২৭) ও সহকারী মো. আল-আমিন হোসেনকে (২৫) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।

পুলিশ জানিয়েছে, গতকাল রোববার রাত সাড়ে ১১টার দিকে যশোরের মনিরামপুর মাছ বাজার থেকে কার্টনভর্তি মাছ নিয়ে একটি পিকআপ ভ্যান (ঢাকা মেট্রো-ন ১৯-০৮৫৩) ঢাকার দিকে যাচ্ছিল। আজ ভোর ৪টার দিকে এক্সপ্রেসওয়ের পাটাভোগ এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা একটি পিকআপ ভ্যানে এসে মাছভর্তি পিকআপ ভ্যানের গতিরোধ করে।

এ সময় তারা ঢাকাগামী পিকআপ ভ্যানটিতে উঠে চালক আবু বকর সিদ্দিকের গলায় বৈদ্যুতিক শক ডিভাইসসদৃশ বস্তু দিয়ে আঘাত করে। এতে তিনি নিস্তেজ হয়ে পড়েন। এ ছাড়া তাঁর সহকারী মো. আল-আমিন হোসেনকে বেধড়ক মারধর করা হয়। পরে চালক ও সহকারীকে হাত-পা ও চোখ বেঁধে মুখে গামছা গুঁজে দেয়। পরে ডাকাত দলটি ওই দুজনকে নিজেদের পিকআপ ভ্যানে তুলে নেয়।

ডাকাত দল ভোর সাড়ে ৪টার দিকে চালক ও সহকারীকে এক্সপ্রেসওয়ের হাঁসাড়া এলাকার সার্ভিস লেনের পাশের একটি গাছের সঙ্গে বেঁধে ফেলে রেখে চলে যায়। পরে স্থানীয় এক অটোরিকশাচালকের সহায়তায় তাঁরা শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে চিকিৎসা নেন।

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকিল আহমেদ আজকের পত্রিকাকে বলেন, মাছভর্তি পিকআপ ভ্যানটি উদ্ধার করা যায়নি। পিকআপ ভ্যানের চালক ও তাঁর সহকারী থানায় লিখিত অভিযোগ করেছেন। পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।

জাতীয় ছাত্রশক্তি জাবি শাখার নতুন কমিটি ঘোষণা

টাকা চুরির জন্য সন্দেহ করায় মা-মেয়েকে হত্যা

কেরানীগঞ্জে ছাত্রীকে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার শিক্ষক রিমান্ডে

কেন্দ্রীয় কারাগারের বন্দীর ঢামেকে মৃত্যু

কারওয়ান বাজারে মোবাইল ফোন ব্যবসায়ীদের অবরোধ

নির্বাচনে সব পুলিশ সদস্যকে শতভাগ নিরপেক্ষ থাকতে হবে: ডিএমপি কমিশনার

আরও ২ হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য সাবিনা গ্রেপ্তার

সিআইডির ট্রেনিং সেন্টার থেকে এসআইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীর আরামবাগে চোর সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যা: গৃহকর্মী আয়েশা ঝালকাঠিতে গ্রেপ্তার