হোম > সারা দেশ > ঢাকা

লালবাগে খেলার মাঠ রক্ষার দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

খেলার মাঠ রক্ষার দাবিতে স্থানীয় বাসিন্দাদের মানববন্ধন। ছবি: আজকের পত্রিকা

পুরান ঢাকার লালবাগের কাজী রিয়াজ উদ্দিন রোড এলাকার শতবর্ষী খেলার মাঠ রক্ষার দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। আজ শনিবার (৮ মার্চ) বিকেলে লালবাগ শাহী মসজিদসংলগ্ন কাজী রিয়াজ উদ্দিন রোডে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

কে আর রোড পঞ্চায়েত কমিটির উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে এলাকার বিশিষ্ট ব্যক্তিরাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে পঞ্চায়েত কমিটির আহ্বায়ক আবদুর রহমান বলেন, ‘আমাদের ২৫ নম্বর ওয়ার্ডে ৭০ হাজার বাসিন্দা, কিন্তু খেলার জন্য কোনো মাঠ নেই। এই মাঠই শিশুদের খেলার একমাত্র জায়গা, যেখানে প্রবীণেরাও সকালে হাঁটতে আসেন। অথচ একদল ভূমিদস্যু জাল কাগজপত্র তৈরি করে এটি দখলের পাঁয়তারা করছে।’

কে আর রোড পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক ফারুখ হোসেন বলেন, যেকোনো মূল্যে এই ভূমিদস্যুদের প্রতিহত করতে হবে।

বক্তারা আরও বলেন, এই মানববন্ধন শুধু কর্মসূচির শুরু। যত দিন না মাঠ রক্ষা হচ্ছে, তত দিন পর্যন্ত আন্দোলন চলবে।

পঞ্চায়েত কমিটির সভাপতি এজাজ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে আরও বক্তব্য দেন স্থানীয় সমাজসেবক মনির উদ্দীন পাপ্পু, নারী উদ্যোক্তা ঊষা মাহমুদ, মাহফুজুল হক আন্টু প্রমুখ।

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট