হোম > সারা দেশ > ঢাকা

লালবাগে খেলার মাঠ রক্ষার দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

খেলার মাঠ রক্ষার দাবিতে স্থানীয় বাসিন্দাদের মানববন্ধন। ছবি: আজকের পত্রিকা

পুরান ঢাকার লালবাগের কাজী রিয়াজ উদ্দিন রোড এলাকার শতবর্ষী খেলার মাঠ রক্ষার দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। আজ শনিবার (৮ মার্চ) বিকেলে লালবাগ শাহী মসজিদসংলগ্ন কাজী রিয়াজ উদ্দিন রোডে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

কে আর রোড পঞ্চায়েত কমিটির উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে এলাকার বিশিষ্ট ব্যক্তিরাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে পঞ্চায়েত কমিটির আহ্বায়ক আবদুর রহমান বলেন, ‘আমাদের ২৫ নম্বর ওয়ার্ডে ৭০ হাজার বাসিন্দা, কিন্তু খেলার জন্য কোনো মাঠ নেই। এই মাঠই শিশুদের খেলার একমাত্র জায়গা, যেখানে প্রবীণেরাও সকালে হাঁটতে আসেন। অথচ একদল ভূমিদস্যু জাল কাগজপত্র তৈরি করে এটি দখলের পাঁয়তারা করছে।’

কে আর রোড পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক ফারুখ হোসেন বলেন, যেকোনো মূল্যে এই ভূমিদস্যুদের প্রতিহত করতে হবে।

বক্তারা আরও বলেন, এই মানববন্ধন শুধু কর্মসূচির শুরু। যত দিন না মাঠ রক্ষা হচ্ছে, তত দিন পর্যন্ত আন্দোলন চলবে।

পঞ্চায়েত কমিটির সভাপতি এজাজ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে আরও বক্তব্য দেন স্থানীয় সমাজসেবক মনির উদ্দীন পাপ্পু, নারী উদ্যোক্তা ঊষা মাহমুদ, মাহফুজুল হক আন্টু প্রমুখ।

সাবেক এমপি শাজাহান খানের মেয়ে ও নুরুন্নবী চৌধুরীর স্ত্রীর নামে দুদকের মামলা অনুমোদন

ধর্ষণের মামলায় গণ বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্র রিমান্ডে

নির্বাচনের আগে ডিএমপির ৫০ থানায় নতুন ওসি

যন্ত্রপাতি ও অর্থ আত্মসাতের অভিযোগে অনন্ত নিটওয়্যারের এমডিসহ চারজনের বিরুদ্ধে ঠিকাদারের মামলা

বাম দলের যমুনা যাত্রা কর্মসূচিতে পুলিশের লাঠিপেটা, আহত ২০

দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও করে ব্ল্যাকমেল: গণ বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী গ্রেপ্তার

দেশজুড়ে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দ্বিতীয় দিনের অর্ধদিবস কর্মবিরতি

কর্মচারীদের আন্দোলনে যাওয়া রাষ্ট্রের ব্যর্থতা: রাজেকুজ্জামান রতন

পরকীয়ার সন্দেহ, ডেমরায় স্ত্রী ও শাশুড়িকে যুবকের ছুরিকাঘাত

ডাক বিভাগের ফ্রান্সে রপ্তানির কার্গোতে ইয়াবা, ধরা পড়ল শাহজালাল বিমানবন্দরে