রাজধানীর দারুস সালাম থানাধীন এলাকার একটি বাসা থেকে ছয়টি ককটেল উদ্ধার করে পরে সফলভাবে নিষ্ক্রিয় করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) বিভাগের বোম্ব ডিসপোজাল ইউনিট।
আজ মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরে এগুলো উদ্ধার করে তারা। পরে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় ডিএমপি।
ডিএমপি জানায়, মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর দারুস সালাম থানাধীন এলাকার একটি বাসা থেকে ৬টি ককটেল উদ্ধার করে। পরে জননিরাপত্তার কথা বিবেচনা করে বেলা আড়াইটার দিকে দারুস সালাম থানাধীন গোলারটেক মাঠে সফলভাবে ৬টি ককটেল নিরাপদে নিষ্ক্রিয় করে।
নিষ্ক্রিয় শেষে আইনগত ব্যবস্থা নিতে আলামতসমূহ দারুস সালাম থানায় বুঝিয়ে দেওয়া হয় বলে জানায় ডিএমপি।