হোম > সারা দেশ > ঢাকা

বেনাপোল এক্সপ্রেসে আগুন: ৮ জনের শ্বাসনালি পুড়ে গেছে, শঙ্কামুক্ত নন কেউই

ঢামেক প্রতিবেদক

রাজধানী ঢাকার গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুনের ঘটনায় হাসপাতালে ভর্তি আটজনের অবস্থাই গুরুতর। সবারই শ্বাসনালি পুড়ে গেছে। কেউই শঙ্কামুক্ত নন। ঢাকা মেডিকেল কলেজের শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়কারী ডা. সামন্ত লাল সেন বিষয়টি নিশ্চিত করেছেন। 

আজ শনিবার সকালের দিকে ডা. সামন্ত লাল সেন সাংবাদিকদের বলেন, ‘গোপীবাগে ট্রেনে আগুনের ঘটনায় আট রোগী ইনস্টিটিউটে ভর্তি হয়েছে। দুজনের শরীর আংশিক দগ্ধ হয়েছে। এ ছাড়া সবারই শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়েছে। কাউকে শঙ্কামুক্ত বলা যাচ্ছে না।’ 

ডা. সামন্ত লাল সেন আরও বলেন, ‘আমাদের এখানে ভর্তি আছে আটজন। একজনের সর্বোচ্চ ৮ শতাংশ দগ্ধ হয়েছে। অনেকের কোনো বার্নই হয়নি। সবচেয়ে বিপজ্জনক হলো, তাদের সবারই শ্বাসনালি পুড়ে গেছে। আমরা দেখতে পেয়েছি, তাদের অনেকের ভেতরে অসুবিধা আছে। সারিয়ে তুলতে সময় লাগবে।’  

শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়কারী এই চিকিৎসক বলেন, ‘কোনো রোগী এখনো ঝুঁকিমুক্ত নয়। যতক্ষণ পর্যন্ত তারা বাসায় না যাবে, তাদের আমরা শঙ্কামুক্ত বলতে পারি না। আরেকটা কথা বলতে পারি, যখনই তারা ভালো হয়ে যাবে, তাদের যে মেন্টাল ট্রমা—আমি দেখলাম একটা বাচ্চা ভয় পাচ্ছে; চিৎকার শুনে ভয় পায়, রোগীরা ভীষণ আতঙ্কিত—এই আতঙ্ক, তা কবে কাটবে সেটা বলা যায় না।’ 

তিনি আরও বলেন, ‘এটার দীর্ঘমেয়াদি চিকিৎসা দরকার। চিকিৎসকগণ বোর্ড বসিয়ে চিকিৎসা দিচ্ছেন। রেসপিরেটরি মেডিসিনের চিকিৎসকেরাও রোগীদের দেখছেন। প্রধানমন্ত্রী সব সময় রোগীদের খোঁজ খবর রাখছেন।’ 

এর আগে গতকাল শুক্রবার আনুমানিক রাত ৯টার দিকে যশোরের বেনাপোল থেকে ছেড়ে আসা আন্তনগর বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি রাজধানীর গোপীবাগ এলাকায় এলে ট্রেনটিতে আগুন দেখা যায়। ট্রেনটি বেনাপোল থেকে ঢাকার কমলাপুরে রেলস্টেশনের দিকে আসছিল।

ঢাকা-৭ আসন: নিরাপত্তা নিয়ে শঙ্কায় ভোটার

ঋণের জামিনদার হওয়াই কাল, মা-মেয়েকে হত্যার পর লাশের সঙ্গেই ঘুমাতেন দুই বোন

এক সপ্তাহের মধ্যে ‘হাদি সমাবেশে’র ঘোষণা ইনকিলাব মঞ্চের

উত্তরায় অগ্নিকাণ্ড: বাড়ির ছাদ ছিল তালাবদ্ধ, ধোঁয়ায় দম বন্ধ হয়ে প্রাণ যায় ৬ জনের

রাজধানীর উত্তরায় সাততলা ভবনে আগুন: একই পরিবারের ৩ জনসহ নিহত বেড়ে ৬

ঢাকা-৪ আসন: প্রার্থীদের প্রতিশ্রুতির জোয়ার

ঢাকার সাত কলেজ: দিনভর চরম দুর্ভোগ হাজারো মানুষের

কেরানীগঞ্জে শিক্ষিকার বাসা থেকে মা-মেয়ের লাশ উদ্ধার, আটক ৪

সাবেক ‘চিফ হিট অফিসার’ বুশরা আফরিনকে দুদকে জিজ্ঞাসাবাদ

লাইটার জাহাজে রমজানের নিত্যপণ্য মজুত করছেন ব্যবসায়ীরা, অভিযান পরিচালনা করবে সরকার