হোম > সারা দেশ > ঢাকা

দুই দিনে ঢাকায় ফিরেছে ২০ লাখ সিম ব্যবহারকারী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশের বিভিন্ন প্রান্ত থেকে পবিত্র ঈদুল ফিতরের ছুটি কাটিয়ে বৃহস্পতি ও শুক্রবার দুই দিনে ২০ লাখেরও অধিক মানুষ রাজধানী ঢাকায় ফিরেছেন। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার ।

শনিবার বিকেলে মোবাইল অপারেটরদের বরাত দিয়ে তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানিয়েছেন। 

ফেসবুক পেজে দেওয়া পোস্টে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী জানান, ঈদের ছুটি শেষে বৃহস্পতিবার ঢাকায় ফিরেছেন ৬ লাখ ৩২ হাজার ৪৮৫ জন মোবাইল সিম ব্যবহারকারী। আর শুক্রবার এসেছেন ১৩ লাখ ৯৭ হাজার ৬৮০ জন। সব মিলিয়ে দুই দিনে ২০ লাখ ২৯ হাজার ১৬৫ জন সিম ব্যবহারকারী দেশের বিভিন্ন জেলা থেকে ঢাকা এসেছেন। 

এর আগে ঈদযাত্রায় প্রায় ১ কোটি মানুষ ঢাকা ছেড়েছিল। যার মধ্যে, ঈদের আগের ১ মে একদিনে সর্বোচ্চ ২৯ লাখ সিম ব্যবহারকারী ঢাকা ছাড়েন। 

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার এর আগে জানিয়েছিলেন, ঈদযাত্রায় ১ মে পর্যন্ত তিন দিনে রাজধানী ছেড়ে যাওয়া সিমের সংখ্যা ছিল ৭২ লাখ ৫ হাজারের মতো। এর আগের দুদিনে আনুমানিক ৩০ লাখ সিম ঢাকার বাইরে যায়। সিমের মোট সংখ্যা অনুসারে আনুমানিক প্রায় ১ কোটি মানুষ ঈদের আগে ঢাকা ছেড়েছিলেন। 

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট

গজারিয়ায় পুলিশের টহল গাড়িতে কাভার্ড ভ্যানের ধাক্কা, সার্জেন্টসহ আহত দুই

রাজবাড়ীতে চাঁদাবাজির সময় গণপিটুনিতে সম্রাট বাহিনীর প্রধান নিহত

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

মগবাজারে ককটেল বিস্ফোরণে নিহতের মরদেহ ঢামেক মর্গে

মণিপুরীদের জীবনধারার আলোকচিত্র প্রদর্শনীর সময় বাড়ল

চীন নিয়ে প্রতিবেদনের জন্য পুরস্কার পেলেন ২৯ সাংবাদিক

গণমাধ্যম ও সংস্কৃতি অঙ্গনে হামলা পরিকল্পিত মতাদর্শিক সন্ত্রাস: আনু মুহাম্মদ

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা: গ্রেপ্তার আরও ৩, ডিআরইউর মানববন্ধন