হোম > সারা দেশ > ঢাকা

দুই দিনে ঢাকায় ফিরেছে ২০ লাখ সিম ব্যবহারকারী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশের বিভিন্ন প্রান্ত থেকে পবিত্র ঈদুল ফিতরের ছুটি কাটিয়ে বৃহস্পতি ও শুক্রবার দুই দিনে ২০ লাখেরও অধিক মানুষ রাজধানী ঢাকায় ফিরেছেন। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার ।

শনিবার বিকেলে মোবাইল অপারেটরদের বরাত দিয়ে তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানিয়েছেন। 

ফেসবুক পেজে দেওয়া পোস্টে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী জানান, ঈদের ছুটি শেষে বৃহস্পতিবার ঢাকায় ফিরেছেন ৬ লাখ ৩২ হাজার ৪৮৫ জন মোবাইল সিম ব্যবহারকারী। আর শুক্রবার এসেছেন ১৩ লাখ ৯৭ হাজার ৬৮০ জন। সব মিলিয়ে দুই দিনে ২০ লাখ ২৯ হাজার ১৬৫ জন সিম ব্যবহারকারী দেশের বিভিন্ন জেলা থেকে ঢাকা এসেছেন। 

এর আগে ঈদযাত্রায় প্রায় ১ কোটি মানুষ ঢাকা ছেড়েছিল। যার মধ্যে, ঈদের আগের ১ মে একদিনে সর্বোচ্চ ২৯ লাখ সিম ব্যবহারকারী ঢাকা ছাড়েন। 

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার এর আগে জানিয়েছিলেন, ঈদযাত্রায় ১ মে পর্যন্ত তিন দিনে রাজধানী ছেড়ে যাওয়া সিমের সংখ্যা ছিল ৭২ লাখ ৫ হাজারের মতো। এর আগের দুদিনে আনুমানিক ৩০ লাখ সিম ঢাকার বাইরে যায়। সিমের মোট সংখ্যা অনুসারে আনুমানিক প্রায় ১ কোটি মানুষ ঈদের আগে ঢাকা ছেড়েছিলেন। 

রেকর্ড ৩ হাজার নবীন বিজিবি সদস্য শপথ নিচ্ছেন আজ

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’