হোম > সারা দেশ > ঢাকা

সূত্রাপুরে বাসায় আগুন: দগ্ধ আরও একজনের মৃত্যু

ঢামেক প্রতিবেদক

ছবি: সংগৃহীত

রাজধানীর সূত্রাপুরের কাগজিটোলা এলাকায় একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে পাঁচজন দগ্ধের ঘটনায় রোকন (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এ নিয়ে দুজনের মৃত্যু হলো।

গতকাল মঙ্গলবার রাত পৌনে ৩টার দিকে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন মারা যায় রোকন। এর আগে সোমবার রাতে মারা যায় রোকনের দেড় বছরের বোন আয়েশা।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান। তিনি জানান, গত রাতে মারা যায় রোকন। তার শরীরের ৬০ শতাংশ দগ্ধ হয়েছিল। এর আগে ৬৩ শতাংশ দগ্ধ নিয়ে মারা যায় আয়েশা।

চিকিৎসক আরও জানান, বর্তমানে রিপন ৬০ শতাংশ, চাঁদনী ৪৫ শতাংশ ও তামিম ৪২ শতাংশ নিয়ে ভর্তি আছে। তাদের শ্বাসনালি দগ্ধ হয়েছে। সবার অবস্থায়ই আশঙ্কাজনক।

গত বৃহস্পতিবার রাত দেড়টার দিকে সূত্রাপুরের কাগজিটোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন—ভ্যানচালক রিপন (৪০), তাঁর স্ত্রী চাঁদনী (৩৫), ছেলে তামীম (১৮), রোকন (১৪) ও মেয়ে আয়েশা (১.৫)।

দগ্ধ রিপনের মামা জাকির হোসেন জানান, সূত্রাপুরের কাগজিটোলায় সাঈদ চেয়ারম্যানের বাড়ির পাশের একটি পাঁচতলা বাড়ির নিচতলায় ভাড়া থাকে ওই পরিবারটি। রাতে সবাই ঘুমিয়ে ছিলেন। এমন সময় হঠাৎ করেই বাসায় বিস্ফোরণ ঘটে। এতে তারা আগুনে পুড়ে যায়। ক্ষয়ক্ষতি হয়েছে বাড়িটির আসবাবপত্রেরও। পরবর্তীতে আশপাশের ভাড়াটিয়ারা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।

তিনি বলেন, ধারণা করা হচ্ছে বাসায় গ্যাস লিকেজের কারণে এই বিস্ফোরণ ঘটে থাকতে পারে। তাদের বাড়ি পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলায়।

রায়েরবাজারে দাফন করা ১১৪ জনের মধ্যে ৮ জনের পরিচয় শনাক্ত, পরিবারের কাছে হস্তান্তর ‎

জাবির আবাসিক হল থেকে ২০ বোতল বিদেশি মদ জব্দ

‘মার্চ ফর ইনসাফ’ চালিয়ে যাবে ইনকিলাব মঞ্চ

মাদুরোর মুক্তির দাবিতে মার্কিন দূতাবাস ঘেরাওয়ের ডাক গণতান্ত্রিক যুক্তফ্রন্টের

জীবন বাঁচাতে ডোবায় ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হয়নি খোকনের

উড়ালসড়কে প্রাইভেট কার-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ১

বসুন্ধরায় আইনজীবী হত্যার প্রতিবাদে মানববন্ধন

শীতের সকালে গুলশানের মাদ্রাসায় নারীকে খুঁটিতে বেঁধে পানি ঢেলে নির্যাতন

সেই আবেদ আলীর সহযোগী জাকারিয়ার দেশত্যাগে নিষেধাজ্ঞা

প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ও সচিবালয় এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ