হোম > সারা দেশ > ঢাকা

মেয়েদের উঁচু গলায় কথা বলা অনুচিত, মনে করেন ৮২ শতাংশ মানুষ: জরিপ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশের ৮২ শতাংশ মানুষ মনে করে মেয়েদের উঁচু গলায় কথা বলা উচিত নয়। ৬২ শতাংশ মনে করে, মেয়েরা উচ্চশিক্ষা গ্রহণ করবে কি না, সে বিষয়ে তার পরিবারেরই সিদ্ধান্ত নেওয়া উচিত। ‘এক্সপ্লোরিং অ্যাটিটিউড টুওয়ার্ডস জেন্ডার নর্মস আমং দ্য ইয়ুথ পপুলেশন ইন বাংলাদেশ’ শীর্ষক জরিপে এসব তথ্য উঠে এসেছে ৷

আজ সোমবার আন্তর্জাতিক কন্যাশিশু দিবস সামনে রেখে ব্র‍্যাক আয়োজিত এক মতবিনিময় সভায় এই জরিপের ফলাফল প্রকাশ করা হয়। দেশের আট জেলার ১৮-৩৫ বছর বয়সী ২ হাজার ৭৯০ জন নারী-পুরুষ এই জরিপে অংশ নেন। 

জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে ৭৫ শতাংশ জানান, তাঁদের মতে স্বামীর পর্যাপ্ত আয় থাকলে স্ত্রীর উপার্জনের দরকার নেই। ৭৩ শতাংশ জানান, সংসারের বড় খরচগুলোর ক্ষেত্রে পুরুষেরাই চূড়ান্ত সিদ্ধান্তদাতা। অধ্যাপক ড. মেহজাবিন হক, ড. মোহাম্মদ সেলিম চৌধুরী ও ড. মোহাম্মদ আজহারুল ইসলাম জরিপটি পরিচালনা করেন। 

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, ‘আমাদের দেশে একটা অংশ আছে, যারা প্রবলভাবে নারী-পুরুষ সমতাবিরোধী। নারী ও কন্যাশিশুর সমস্ত লড়াইয়ে সবার আগে পরিবারের উচিত তার পাশে দাঁড়ানো। কিন্তু আমাদের সমাজে পরিবারগুলো পিতৃতান্ত্রিক মূল্যবোধের কারণে কন্যাশিশুর পাশে থাকে না। আমরা এই অবস্থা পরিবর্তনে নিরলসভাবে কাজ করে যাচ্ছি।’ 

গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী বলেন, ‘তরুণদের মানসিকতায় রাতারাতি পরিবর্তন আনা সম্ভব নয়। এটা সময়সাপেক্ষে ব্যাপার। আমরা পাঠ্যক্রমে পরিবর্তন আনতে পারি। পাঠ্যক্রমে নারীদের অর্জনগুলো যুক্ত করতে পারি।’ 

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন মহিলাবিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক ফরিদা পারভীন, মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান ড. মিজানুর রহমান প্রমুখ। 

ঢাকা-৭ আসন: নিরাপত্তা নিয়ে শঙ্কায় ভোটার

ঋণের জামিনদার হওয়াই কাল, মা-মেয়েকে হত্যার পর লাশের সঙ্গেই ঘুমাতেন দুই বোন

এক সপ্তাহের মধ্যে ‘হাদি সমাবেশে’র ঘোষণা ইনকিলাব মঞ্চের

উত্তরায় অগ্নিকাণ্ড: বাড়ির ছাদ ছিল তালাবদ্ধ, ধোঁয়ায় দম বন্ধ হয়ে প্রাণ যায় ৬ জনের

রাজধানীর উত্তরায় সাততলা ভবনে আগুন: একই পরিবারের ৩ জনসহ নিহত বেড়ে ৬

ঢাকা-৪ আসন: প্রার্থীদের প্রতিশ্রুতির জোয়ার

ঢাকার সাত কলেজ: দিনভর চরম দুর্ভোগ হাজারো মানুষের

কেরানীগঞ্জে শিক্ষিকার বাসা থেকে মা-মেয়ের লাশ উদ্ধার, আটক ৪

সাবেক ‘চিফ হিট অফিসার’ বুশরা আফরিনকে দুদকে জিজ্ঞাসাবাদ

লাইটার জাহাজে রমজানের নিত্যপণ্য মজুত করছেন ব্যবসায়ীরা, অভিযান পরিচালনা করবে সরকার