হোম > সারা দেশ > ঢাকা

মগবাজারে সেই ছিনতাইয়ের ঘটনায় চারজন ৩ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মগবাজারে ছিনতাইয়ের ভাইরাল ভিডিও। ছবি: স্ক্রিনশট

রাজধানীর মগবাজার এলাকার আলোচিত ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার চারজনকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ শুক্রবার (৩০ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইসরাত জেনিফার জেরিন তাঁদের রিমান্ডে নেওয়ার নির্দেশ দেন। সকাল বেলা চাপাতি দিয়ে কুপিয়ে এক তরুণের ব্যাগ ছিনতাইয়ের ফুটেজ ভাইরাল হলে তা নিয়ে ব্যাপক আলোচনা হয়।

পুলিশের রিমান্ডে নেওয়া চার আসামি হলেন— মো. সোহেল রানা, মো. জীবন ওরফে হৃদয়, মো. শামীম ও মকবুল হোসেন। আজ বিকেলে তাঁদের আদালতে হাজির করে হাতিরঝিল থানার পুলিশ। তদন্তকারী কর্মকর্তা হাতিরঝিল থানার এসআই ইব্রাহীম খলিল পাঁচ দিনের রিমান্ডের আবেদন করার পর শুনানি শেষে আদালত তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

২৯ মে সোহেলকে কেরানীগঞ্জ ও অন্য তিন আসামিকে মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাঁদের কাছ থেকে ছিনতাই হওয়া ব্যাগ, ৯ হাজার ৬০০ টাকা, একটি মোবাইল ফোন, ছিনতাইয়ে ব্যবহৃত দুটি চাপাতি ও মোটরসাইকেল উদ্ধার করা হয়।

পুলিশের ভাষ্য, আসামিদের মধ্যে মকবুল লুণ্ঠিত পণ্যের ক্রেতা এবং বাকি তিন আসামি সরাসরি ছিনতাইয়ে অংশ নেন। ১৮ মে মগবাজারের গ্রিনওয়ে গলিতে ওই ছিনতাইয়ের ঘটনা ঘটে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, ভুক্তভোগী তরুণ একটি ব্যাগ কাঁধে হেঁটে যাওয়ার সময় তাঁর পথ আটকান মোটরসাইকেল আরোহী তিনজন। দুজন দুটি চাপাতি নিয়ে নেমে ওই তরুণকে একটি বাড়ির ফটকের সামনে চেপে ধরেন। এর মধ্যে চাপাতি দিয়ে আঘাত করতেও দেখা যায় তাঁদের। একপর্যায়ে তরুণের ব্যাগটি কেড়ে নিয়ে দুই ছিনতাইকারী মোটরসাইকেলে উঠে পড়েন। এরপর ভুক্তভোগী বাইকের সামনে এসে চাকা ধরে ব্যাগ দিয়ে দেওয়ার অনুরোধ করলে চাপাতিধারী দুজন আবার বাইক থেকে নেমে তাঁকে আঘাত করেন। তরুণ তারপরও ব্যাগ চাইলে পরে একজন আবার তাঁর দিকে তেড়ে যান। এর আগে এ ঘটনায় ভুক্তভোগী আব্দুল্লাহ গত ২৬ মে রাজধানীর হাতিরঝিল থানায় মামলা করেন।

সাবেক এমপি শাজাহান খানের মেয়ে ও নুরুন্নবী চৌধুরীর স্ত্রীর নামে দুদকের মামলা অনুমোদন

ধর্ষণের মামলায় গণ বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্র রিমান্ডে

নির্বাচনের আগে ডিএমপির ৫০ থানায় নতুন ওসি

যন্ত্রপাতি ও অর্থ আত্মসাতের অভিযোগে অনন্ত নিটওয়্যারের এমডিসহ চারজনের বিরুদ্ধে ঠিকাদারের মামলা

বাম দলের যমুনা যাত্রা কর্মসূচিতে পুলিশের লাঠিপেটা, আহত ২০

দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও করে ব্ল্যাকমেল: গণ বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী গ্রেপ্তার

দেশজুড়ে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দ্বিতীয় দিনের অর্ধদিবস কর্মবিরতি

কর্মচারীদের আন্দোলনে যাওয়া রাষ্ট্রের ব্যর্থতা: রাজেকুজ্জামান রতন

পরকীয়ার সন্দেহ, ডেমরায় স্ত্রী ও শাশুড়িকে যুবকের ছুরিকাঘাত

ডাক বিভাগের ফ্রান্সে রপ্তানির কার্গোতে ইয়াবা, ধরা পড়ল শাহজালাল বিমানবন্দরে