হোম > সারা দেশ > ঢাকা

কপিকলরবের তৃতীয় পর্ব অনুষ্ঠিত

বিজ্ঞাপন জগতের সৃজনশীল কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ কারিগর হলেন কপিরাইটার। ‘আইডিয়া দিয়ে সমাজ বদলে দেব’, এই মতবাদে আস্থা রেখে, সৃজনশীল সমাজ গঠনে তারা অবদান রেখে চলেছেন। সে জন্যই বিশ্বের যেকোনো দেশের সমকালীন সংস্কৃতি ও জীবনবোধ সম্পর্কে ধারণা পেতে সে দেশের কমিউনিকেশন ম্যাটেরিয়াল সবচেয়ে সহায়ক। 

সম্প্রতি কপিশপের বিজ্ঞাপনী আলাপের আসর কপিকলরব ৩য় পর্বে ‘সিএসআর: কপিরাইটার্স সোশ্যাল রেসপন্সিবিলিটি’ বিষয়ে নিজের অভিজ্ঞতা বিনিময়ের সময় এমন বক্তব্য উঠে আসে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের অন্যতম প্রধান বিজ্ঞাপনী সংস্থা এক্সপ্রেশানস লিমিটেডের হেড অব ক্রিয়েটিভ অ্যান্ড সোশ্যাল ত্রপা মজুমদার। কপিরাইটিংয়ের মাধ্যমে জীবন ও সমাজ পরিবর্তনে প্রত্যক্ষ ভূমিকা রাখার কাজটা কীভাবে আরও সহজ, অর্থপূর্ণ ও সমসাময়িক করা যায়—সে বিষয়ে বক্তা ও অংশগ্রহণকারীরা স্বতঃস্ফূর্ত আলোচনা করেন। 

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নতুন ও পুরোনো মিলিয়ে প্রায় ২৫ জন শিল্পী, লেখক, উদ্যোক্তা ও পেশাজীবীর অংশগ্রহণে কপিরাইটিং ও বিজ্ঞাপনের নানাদিক নিয়ে আলোচনা হয় ওই অনুষ্ঠানে। অংশগ্রহণকারীদের সবাই এ ধরনের অভিনব আয়োজন আরও বেশি বেশি অনুষ্ঠিত হওয়ার ওপর গুরুত্ব আরোপ করেন। 

এ বিষয়ে কপিশপের উদ্যোক্তা মুশফিকুর রহমান পাভেল বলেছেন, কপিশপের উদ্দেশ্য হলো কপিরাইটারসহ বিজ্ঞাপন শিল্পে সংশ্লিষ্ট সৃজনশীল পেশার স্কিল ডেভেলপমেন্টের জন্য একটি প্রাতিষ্ঠানিক ক্ষেত্র তৈরি করা। কিছু সমমনা বন্ধু-সহকর্মীদের নিয়ে আপাতত কপিকলরব খানিকটা অনিয়মিতভাবে আয়োজিত হলেও ভবিষ্যতে তা আরও নিয়মিত করার পরিকল্পনা আছে। 

জাবিতে শেখ পরিবারের নামে থাকা ৪ হলের নাম পরিবর্তন

সাবেক এমপি শাজাহান খানের মেয়ে ও নুরুন্নবী চৌধুরীর স্ত্রীর নামে দুদকের মামলা অনুমোদন

ধর্ষণের মামলায় গণ বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্র রিমান্ডে

নির্বাচনের আগে ডিএমপির ৫০ থানায় নতুন ওসি

যন্ত্রপাতি ও অর্থ আত্মসাতের অভিযোগে অনন্ত নিটওয়্যারের এমডিসহ চারজনের বিরুদ্ধে ঠিকাদারের মামলা

বাম দলের যমুনা যাত্রা কর্মসূচিতে পুলিশের লাঠিপেটা, আহত ২০

দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও করে ব্ল্যাকমেল: গণ বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী গ্রেপ্তার

দেশজুড়ে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দ্বিতীয় দিনের অর্ধদিবস কর্মবিরতি

কর্মচারীদের আন্দোলনে যাওয়া রাষ্ট্রের ব্যর্থতা: রাজেকুজ্জামান রতন

পরকীয়ার সন্দেহ, ডেমরায় স্ত্রী ও শাশুড়িকে যুবকের ছুরিকাঘাত