হোম > সারা দেশ > ঢাকা

বুয়েট ও ঢাবি মূল্যায়ন করবে মেডিকেল ভর্তি পরীক্ষার খাতা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রথমবারের মতো ২০২১-২২ শিক্ষাবর্ষে মেডিকেলে ভর্তি পরীক্ষার খাতা দুই দফা মূল্যায়নের সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। ফল দুইবার নিশ্চিত এবং প্রকাশের পর কারো খাতা যেন পুনর্নিরীক্ষণের আবেদন করতে না হয়, সে জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

গত কয়েক বছর ধরে মেডিকেলে ভর্তি পরীক্ষার খাতা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগ মূল্যায়ন করে আসছে। এবার বুয়েটের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান বিভাগও মেডিকেলে ভর্তিইচ্ছুদের ওএমআর শিট মূল্যায়ন করবে। 

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, নির্ভুলভাবে ফল প্রকাশ করার লক্ষ্যে ওএমআর শিট দুটি প্রতিষ্ঠানকে দেখানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই দুই প্রতিষ্ঠানের খাতা দেখা শেষ হলে ফল প্রকাশ করা হবে। সে জন্য এবার ৪৮ ঘণ্টার মধ্যে ফল প্রকাশ করা সম্ভব হবে না। 

বিষয়টি নিশ্চিত করে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. এ কে এম আহসান হাবীব বলেন, প্রতিবার একটি প্রতিষ্ঠানের মাধ্যমে খাতা দেখা হলেও এবার দুটি প্রতিষ্ঠান মেডিকেলে ভর্তিইচ্ছুদের খাতা দেখবে। বুয়েট ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান বিভাগ কাজটি করবে। 

তিনি আরও বলেন, এটি মূলত করা হচ্ছে যেন পরীক্ষা-পরবর্তী কারও খাতা পুনর্নিরীক্ষণ করতে না হয়। দুবার নিশ্চিত হতেই দুটি প্রতিষ্ঠানকে দিয়ে খাতা দেখানো হচ্ছে। 

এর আগে আজ শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে ২০২১-২২ শিক্ষাবর্ষের এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ১৯টি কেন্দ্রের ৫৭টি ভেন্যুতে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবার রেকর্ডসংখ্যক ১ লাখ ৪৩ হাজার ৯১৫ জন ভর্তিইচ্ছু পরীক্ষায় অংশ নেন।

সাবেক এমপি শাজাহান খানের মেয়ে ও নুরুন্নবী চৌধুরীর স্ত্রীর নামে দুদকের মামলা অনুমোদন

ধর্ষণের মামলায় গণ বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্র রিমান্ডে

নির্বাচনের আগে ডিএমপির ৫০ থানায় নতুন ওসি

যন্ত্রপাতি ও অর্থ আত্মসাতের অভিযোগে অনন্ত নিটওয়্যারের এমডিসহ চারজনের বিরুদ্ধে ঠিকাদারের মামলা

বাম দলের যমুনা যাত্রা কর্মসূচিতে পুলিশের লাঠিপেটা, আহত ২০

দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও করে ব্ল্যাকমেল: গণ বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী গ্রেপ্তার

দেশজুড়ে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দ্বিতীয় দিনের অর্ধদিবস কর্মবিরতি

কর্মচারীদের আন্দোলনে যাওয়া রাষ্ট্রের ব্যর্থতা: রাজেকুজ্জামান রতন

পরকীয়ার সন্দেহ, ডেমরায় স্ত্রী ও শাশুড়িকে যুবকের ছুরিকাঘাত

ডাক বিভাগের ফ্রান্সে রপ্তানির কার্গোতে ইয়াবা, ধরা পড়ল শাহজালাল বিমানবন্দরে