হোম > সারা দেশ > ঢাকা

মুরাদের বিরুদ্ধে তদন্ত করতে স্পিকারের অনুমতি লাগবে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

শারীরিক ও মানসিক নির্যাতন এবং প্রাণনাশের হুমকির অভিযোগে সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে তাঁর স্ত্রী ডা. জাহানারা এহসানের করা সাধারণ ডায়েরি (জিডি) তদন্ত করছে পুলিশ।

প্রাথমিকভাবে বাদী নিরাপত্তার বিষয়টিকে গুরুত্ব দেওয়া হচ্ছে। শুক্রবার বিকেলে ধানমন্ডি থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। তবে পূর্ণাঙ্গ তদন্ত করতে স্পিকারের অনুমতি লাগবে বলে জানিয়েছেন তিনি।

সাইফুল ইসলাম বলেন, ‘অভিযোগের প্রাথমিক তদন্ত শুরু হয়েছে। তদন্ত শেষে প্রতিবেদন আদালতে উপস্থাপন করা হবে। আদালতের সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’ 

মুরাদ সংসদ সদস্য হওয়ায় তদন্তের ক্ষেত্রে কোনো বাঁধা আছে কিনা জানতে চাইলে সাইফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘তিনি যেহেতু সংসদ সদস্য তাই এ ক্ষেত্রে পূর্ণাঙ্গভাবে তদন্ত করতে হলে সংসদ বা সরকারের অনুমতি লাগবে।’ 

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) বিকেলে জাতীয় জরুরি সেবা নম্বর ‘৯৯৯’ এ ফোন করে ডা. জাহানারা তাঁর স্বামী ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ করেন। পরে ধানমন্ডি থানা-পুলিশ মুরাদ হাসানের বাসায় যাওয়ার আগেই তিনি বাসা থেকে বেরিয়ে যান। পরবর্তীতে জাহানারা এহসান সন্ধ্যা ৬টায় ধানমন্ডি মডেল থানায় গিয়ে জিডি করেন। 

ডিএমপির রমনা বিভাগের অতিরিক্ত উপকমিশনার (ধানমন্ডি) এহসানুল ফেরদৌস আজকের পত্রিকাকে বলেন, যেহেতু বাদী নিজের ও সন্তানদের নিরাপত্তাহীনতা বিষয়টি জোর দিয়েছেন। আমরাও সেদিকে নজর রাখছি।

বিটিআরসি ভবনে হামলার ঘটনায় ২৬ জন আটক

হাদি হত্যা: সঞ্জয় ও অস্ত্রসহ গ্রেপ্তার ফয়সালের স্বীকারোক্তিমূলক জবানবন্দি

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণ: পলাতক পরিচালকের স্ত্রীসহ তিন নারী রিমান্ড শেষে কারাগারে

বাণিজ্য মেলায় থাকবে বিআরটিসির বাস সার্ভিস, উদ্বোধন দুই দিন পেছাল

রাজধানীর বসুন্ধরায় আইনজীবীকে পিটিয়ে হত্যা

রাজধানীর হাজারীবাগে যুবককে কুপিয়ে হত্যা

নিষেধাজ্ঞা ভেঙে আতশবাজি-ফানুসে খ্রিষ্টীয় বর্ষবরণ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান মারা গেছেন

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে একজনের মৃত্যু

আজ সন্ধ্যা ৭টা থেকে বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন