হোম > সারা দেশ > ঢাকা

মুরাদের বিরুদ্ধে তদন্ত করতে স্পিকারের অনুমতি লাগবে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

শারীরিক ও মানসিক নির্যাতন এবং প্রাণনাশের হুমকির অভিযোগে সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে তাঁর স্ত্রী ডা. জাহানারা এহসানের করা সাধারণ ডায়েরি (জিডি) তদন্ত করছে পুলিশ।

প্রাথমিকভাবে বাদী নিরাপত্তার বিষয়টিকে গুরুত্ব দেওয়া হচ্ছে। শুক্রবার বিকেলে ধানমন্ডি থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। তবে পূর্ণাঙ্গ তদন্ত করতে স্পিকারের অনুমতি লাগবে বলে জানিয়েছেন তিনি।

সাইফুল ইসলাম বলেন, ‘অভিযোগের প্রাথমিক তদন্ত শুরু হয়েছে। তদন্ত শেষে প্রতিবেদন আদালতে উপস্থাপন করা হবে। আদালতের সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’ 

মুরাদ সংসদ সদস্য হওয়ায় তদন্তের ক্ষেত্রে কোনো বাঁধা আছে কিনা জানতে চাইলে সাইফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘তিনি যেহেতু সংসদ সদস্য তাই এ ক্ষেত্রে পূর্ণাঙ্গভাবে তদন্ত করতে হলে সংসদ বা সরকারের অনুমতি লাগবে।’ 

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) বিকেলে জাতীয় জরুরি সেবা নম্বর ‘৯৯৯’ এ ফোন করে ডা. জাহানারা তাঁর স্বামী ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ করেন। পরে ধানমন্ডি থানা-পুলিশ মুরাদ হাসানের বাসায় যাওয়ার আগেই তিনি বাসা থেকে বেরিয়ে যান। পরবর্তীতে জাহানারা এহসান সন্ধ্যা ৬টায় ধানমন্ডি মডেল থানায় গিয়ে জিডি করেন। 

ডিএমপির রমনা বিভাগের অতিরিক্ত উপকমিশনার (ধানমন্ডি) এহসানুল ফেরদৌস আজকের পত্রিকাকে বলেন, যেহেতু বাদী নিজের ও সন্তানদের নিরাপত্তাহীনতা বিষয়টি জোর দিয়েছেন। আমরাও সেদিকে নজর রাখছি।

ঢাকা-৭ আসন: নিরাপত্তা নিয়ে শঙ্কায় ভোটার

ঋণের জামিনদার হওয়াই কাল, মা-মেয়েকে হত্যার পর লাশের সঙ্গেই ঘুমাতেন দুই বোন

এক সপ্তাহের মধ্যে ‘হাদি সমাবেশে’র ঘোষণা ইনকিলাব মঞ্চের

উত্তরায় অগ্নিকাণ্ড: বাড়ির ছাদ ছিল তালাবদ্ধ, ধোঁয়ায় দম বন্ধ হয়ে প্রাণ যায় ৬ জনের

রাজধানীর উত্তরায় সাততলা ভবনে আগুন: একই পরিবারের ৩ জনসহ নিহত বেড়ে ৬

ঢাকা-৪ আসন: প্রার্থীদের প্রতিশ্রুতির জোয়ার

ঢাকার সাত কলেজ: দিনভর চরম দুর্ভোগ হাজারো মানুষের

কেরানীগঞ্জে শিক্ষিকার বাসা থেকে মা-মেয়ের লাশ উদ্ধার, আটক ৪

সাবেক ‘চিফ হিট অফিসার’ বুশরা আফরিনকে দুদকে জিজ্ঞাসাবাদ

লাইটার জাহাজে রমজানের নিত্যপণ্য মজুত করছেন ব্যবসায়ীরা, অভিযান পরিচালনা করবে সরকার