হোম > সারা দেশ > ঢাকা

বোয়ালমারীতে বাসের ধাক্কায় ২ ভাই নিহত 

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের বোয়ালমারীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেলে থাকা দুই আরোহী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক সড়কের বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের বাইখীর মিলঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন আলফাডাঙ্গা উপজেলার নওপাড়া গ্রামের রমজান মিয়ার ছেলে হুসাইন মিয়া (২১) ও ধলাইরচর গ্রামের নুরুল শেখের ছেলে রাজু শেখ (২২)। তাঁরা সম্পর্কে মামাতো-ফুপাতো ভাই। এর মধ্যে হুসাইন মিয়া একটি জাহাজ কোম্পানিতে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, নিহতরা মোটরসাইকেল চালিয়ে বোয়ালমারীর উপজেলা সদরের দিকে যাচ্ছিলেন। ঘটনাস্থলে পৌঁছালে পেছন থেকে মালঞ্চ পরিবহনের একটি লোকাল বাস তাঁদের ধাক্কা দেয়। এতে দুজনেই বাসটির চাকার নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান। পরে থানা পুলিশ ও ফায়ার সার্ভিস গিয়ে লাশ দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

খবর পেয়ে রাত আটটার দিকে থানায় আসেন নিহতের স্বজনরা। এ সময় তাঁরা লাশ দেখে কান্নায় ভেঙে পড়েন।

নিহতের ফুফু শিউলী বেগম বলেন, ‘ওরা দুই ভাই মোটরসাইকেল নিয়ে বের হয়েছিল। সন্ধ্যায় জানতে পারি হুসাইন মারা গেছে। থানায় এসে দেখি রাজুও মারা গেছে।’ এই বলে তিনি আহাজারি শুরু করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘ধারণা করা হচ্ছে পেছন থেকে বাসটি মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়েছে। ঘটনার পর চালক ও হেলপার বাস রেখে পালিয়ে যান। আমরা বাসটি জব্দ করে থানায় নিয়ে এসেছি। এ ঘটনায় সড়ক আইনে মামলা হবে।’

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯

৯ ঘণ্টা পর প্রক্টর অফিস থেকে ছাড়া পেলেন চবির সেই শিক্ষক