হোম > সারা দেশ > ঢাকা

র‍্যাব পরিচয়ে ডাকাতির সময় গ্রেপ্তার ৫

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

গ্রেপ্তার ৫ জন। ছবি: সংগৃহীত

ভুয়া র‌্যাব পরিচয়ে ডাকাতির সময় পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। গতকাল সোমবার (২৮ জুলাই) সন্ধ্যায় ফরিদপুরের নগরকান্দা উপজেলার জয় বাংলা মোড় এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করে র‍্যাব-১০।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন দিদার (২৯), মো. সাইফুল ইসলাম (৩০), মিন্টু গাজী (৪৫), মো. জামিল (৩২) ও স্বপন খান (৪৫)।

আজ মঙ্গলবার রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‍্যাব-১০-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ কামরুজ্জামান।

মোহাম্মদ কামরুজ্জামান জানান, স্বর্ণ ব্যবসায়ী জয়দেব আধ্য (৫৩) ও তাঁর ভাই বিশ্বনাথ আধ্য (৫৭) ব্যবসায়িক কাজে ঢাকার তাঁতীবাজার থেকে জুয়েলারি তৈরির ডাইস কিনে গুলিস্তান থেকে টুঙ্গিপাড়া এক্সপ্রেস বাসে সাতক্ষীরার উদ্দেশে রওনা হন। সন্ধ্যা ৬টার দিকে ফরিদপুরের জয় বাংলা মোড়ে পৌঁছালে একটি মাইক্রোবাস এসে র‍্যাব পরিচয়ে বাসটি থামায়। এরপর র‍্যাবের কটি পরিহিত ৩-৪ জন বাসে উঠে দুই ভাইকে জোরপূর্বক নামিয়ে মাইক্রোবাসে তুলে নেয়। তাঁদের চোখ গামছা দিয়ে বেঁধে রাখা হয় এবং এলোপাতাড়ি মারধর করা হয়। এ সময় তাঁদের কাছে থাকা ২ হাজার ৭০০ টাকা এবং ক্রয় করা যন্ত্রাংশ লুট করে নেয় দুর্বৃত্তরা।

র‍্যাব জানায়, ঘটনাস্থলে স্থানীয় ব্যক্তিরা তাদের ঘিরে ফেললে মাইক্রোবাসের চারপাশ ভাঙচুর এবং দুজনকে মারধর করে। পরে র‍্যাব পাঁচজনকে গ্রেপ্তার এবং মাইক্রোবাসটি জব্দ করে।

গ্রেপ্তার ব্যক্তিদের কাছে থেকে র‍্যাবের চারটি জ্যাকেট, তিনটি র‍্যাবের ক্যাপ, একটি রেইনকোট, দুই জোড়া হাতকড়া, দুটি ওয়াকিটকিসহ বেশ কিছু জিনিস জব্দ করা হয়।

র‍্যাব আরও জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র, ডাকাতি, চুরি, দস্যুতাসহ একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।

ঢাকা-৭ আসন: নিরাপত্তা নিয়ে শঙ্কায় ভোটার

ঋণের জামিনদার হওয়াই কাল, মা-মেয়েকে হত্যার পর লাশের সঙ্গেই ঘুমাতেন দুই বোন

এক সপ্তাহের মধ্যে ‘হাদি সমাবেশে’র ঘোষণা ইনকিলাব মঞ্চের

উত্তরায় অগ্নিকাণ্ড: বাড়ির ছাদ ছিল তালাবদ্ধ, ধোঁয়ায় দম বন্ধ হয়ে প্রাণ যায় ৬ জনের

রাজধানীর উত্তরায় সাততলা ভবনে আগুন: একই পরিবারের ৩ জনসহ নিহত বেড়ে ৬

ঢাকা-৪ আসন: প্রার্থীদের প্রতিশ্রুতির জোয়ার

ঢাকার সাত কলেজ: দিনভর চরম দুর্ভোগ হাজারো মানুষের

কেরানীগঞ্জে শিক্ষিকার বাসা থেকে মা-মেয়ের লাশ উদ্ধার, আটক ৪

সাবেক ‘চিফ হিট অফিসার’ বুশরা আফরিনকে দুদকে জিজ্ঞাসাবাদ

লাইটার জাহাজে রমজানের নিত্যপণ্য মজুত করছেন ব্যবসায়ীরা, অভিযান পরিচালনা করবে সরকার