সদরঘাটের গ্রেট ওয়াল মার্কেটের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের চেষ্টায় রাত ৯টা ৩৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের দায়িত্বরত কর্মকর্তা এরশাদ হোসেন আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে শুক্রবার সন্ধ্যা ৭টা ৫৪ মিনিটে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট কাজ শুরু করে।
এরশাদ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘সন্ধ্যা ৭টা ৫৪ মিনিটে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। রাত ৯টা ৩৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।’
ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে জানতে চাইলে এরশাদ বলেন, ‘ক্ষয়ক্ষতি, হতাহত বা অগ্নিকাণ্ডের উৎপত্তি সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।’