হোম > সারা দেশ > মাদারীপুর

মাদারীপুরে মোটরসাইকেল চাপায় মুক্তিযোদ্ধার মৃত্যু, গ্রেপ্তার ২ 

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরের কালকিনি উপজেলায় মোটরসাইকেল চাপায় মামুন-অর-রশীদ (৭০) নামে একজন বীর মুক্তিযোদ্ধা মারা গেছেন। এ ঘটনায় মামলা হলে পুলিশ মোটরসাইকেলের চালকসহ দুজনকে গ্রেপ্তার করেছে। আজ শনিবার দুপুরে উপজেলার সমিতিরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

মামুন-অর-রশীদ উপজেলার কালাই-সরদারেরচর গ্রামের মৃত মো. ওসমান মুন্সীর ছেলে। 

পুলিশ, পারিবারিক, প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মামুন-অর-রশীদ কালকিনি-সমিতিরহাট আঞ্চলিক সড়কের ওপর দাঁড়িয়ে ছিলেন। এ সময় উপজেলার কালাই-সরদারেরচর গ্রামের সাজু খানের ছেলে ইমরান খাঁ (২৩) ও তার বন্ধু একই উপজেলার সমিতিরহাট এলাকার নুরু হাওলাদারের ছেলে তোফাজ্জেল হাওলাদারকে (২০) সঙ্গে নিয়ে মোটরসাইকেলে বাজারের দিকে যাচ্ছিলেন। 

সমিতিরহাট বাজারের কাছাকাছি আসলে কালকিনি-সমিতিরহাট আঞ্চলিক সড়কের ওপর দাঁড়িয়ে থাকা বীর মুক্তিযোদ্ধা মামুন-অর-রশীদকে চাপা দেয় মোটরসাইকেলটি। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। এ সময় গুরুতর আহত হন চালক ইমরান ও তাঁর বন্ধু তোফাজ্জেল। তাঁদের উদ্ধার করে প্রথমে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে দুজনকেই মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়। 

এদিকে এই ঘটনায় নিহতের ছেলে তাকিবুল রহমান বাদী হয়ে কালকিনি থানায় মামলা করেন। গ্রেপ্তার অবস্থায় তারা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। 

মাদারীপুরের কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন বলেন, ‘বীর মুক্তিযোদ্ধা মারা যাওয়ার ঘটনায় তাঁর ছেলে তাকিবুল রহমান বাদী হয়ে সড়ক পরিবহন আইনে ইমরান ও তোফাজ্জেলের নামে মামলা করেছেন। পরে আটক দুজনকেই গ্রেপ্তার দেখানো হয়েছে। তাদের মাদারীপুর সদর হাসপাতালে পুলিশ পাহারায় চিকিৎসা চলছে।’ 

স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবি সম্মিলিত নারী প্রয়াসের

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ থেকে ‘খেলনা পিস্তলসহ’ যুবক আটক

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা

হাদি হত্যাকাণ্ড: ফয়সালকে পালাতে সহায়তার অভিযোগে গ্রেপ্তার রাজুর স্বীকারোক্তি

সুপারিশের তিন মাস পেরোলেও যোগদান হয়নি ৩৫০০ চিকিৎসকের

শাহবাগে আবারও ইনকিলাব মঞ্চের অবরোধ

হাজারীবাগে ‘ককটেল’ বিস্ফোরণ, পুলিশ বলছে পটকা

কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের লাঠিমিছিল, পাল্টাপাল্টি ধাওয়া

মাকে দেখতে মাঝরাতে হাসপাতালে তারেক রহমান

ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিলসহ ৪ দফা দাবি ঘোষণা করল ইনকিলাব মঞ্চ