হোম > সারা দেশ > ঢাকা

মিরপুরে এসির কম্প্রেসর বিস্ফোরণে দগ্ধ ২ 

ঢামেক প্রতিবেদক

রাজধানীর মিরপুর ৬০ ফিট এলাকায় এসির কম্প্রেসর বিস্ফোরণে দুজন দগ্ধ হয়েছে। সোমবার (১০ এপ্রিল) রাত সোয়া ৯টার দিকে মিরপুর ২ নম্বর বারেক মোল্লার মোড়ে একটি কক্ষে এ ঘটনা ঘটে। পরে দুজনকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। 

দগ্ধরা হলো কামরুজ্জামান জাহিদ (২২) ও মো. সিহাব (১৭)। 

দুজনকে হাসপাতালে নিয়ে আসা সহকর্মী মো. নাহিদ জানান, তারা এসকে ইঞ্জিনিয়ারিং কোম্পানিতে এসি মেরামতের কাজ করে। রাতে একটি কক্ষে এসি মেরামতের সময় বিকট শব্দে কম্প্রেসরের বিস্ফোরণ হয়। এ সময় দুজন দগ্ধ হয়। পরে তাদের বার্ন ইউনিটে নিয়ে ভর্তি করা হয়েছে। 

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া চিকিৎসকের বরাত দিয়ে জানান, মিরপুর থেকে আসা জাহিদের মুখে-হাতে দগ্ধসহ নিতম্বে আঘাত রয়েছে। সিহাবের মুখসহ শরীরের বিভিন্ন জায়গায় দগ্ধ হয়েছে। বার্ন ইউনিটের জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে। 

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসীন জানান, মিরপুর ৬০ ফিট এলাকায় এসি বিস্ফোরণে দুজন দগ্ধ হয়েছে। তাদের হাসপাতালে নেওয়া হয়েছে। বিস্তারিত জানতে হাসপাতালে ও বার্ন ইউনিটে পুলিশ পাঠানো হয়েছে।

ঢাকা-৭ আসন: নিরাপত্তা নিয়ে শঙ্কায় ভোটার

ঋণের জামিনদার হওয়াই কাল, মা-মেয়েকে হত্যার পর লাশের সঙ্গেই ঘুমাতেন দুই বোন

এক সপ্তাহের মধ্যে ‘হাদি সমাবেশে’র ঘোষণা ইনকিলাব মঞ্চের

উত্তরায় অগ্নিকাণ্ড: বাড়ির ছাদ ছিল তালাবদ্ধ, ধোঁয়ায় দম বন্ধ হয়ে প্রাণ যায় ৬ জনের

রাজধানীর উত্তরায় সাততলা ভবনে আগুন: একই পরিবারের ৩ জনসহ নিহত বেড়ে ৬

ঢাকা-৪ আসন: প্রার্থীদের প্রতিশ্রুতির জোয়ার

ঢাকার সাত কলেজ: দিনভর চরম দুর্ভোগ হাজারো মানুষের

কেরানীগঞ্জে শিক্ষিকার বাসা থেকে মা-মেয়ের লাশ উদ্ধার, আটক ৪

সাবেক ‘চিফ হিট অফিসার’ বুশরা আফরিনকে দুদকে জিজ্ঞাসাবাদ

লাইটার জাহাজে রমজানের নিত্যপণ্য মজুত করছেন ব্যবসায়ীরা, অভিযান পরিচালনা করবে সরকার