গান বাংলা টিভির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কৌশিক হোসেন তাপসকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার রাতে রাজধানীর ভাটারার প্রগতি সরণি এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ম. মহিববুল্লাহ।
ওসি বলেন, গান বাংলা টিভির চেয়ারম্যান কৌশিক হোসেন তাপসকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে উত্তরা পূর্ব থানায় একটি মামলা রয়েছে। গুলি করার অভিযোগে এই মামলাটি করা হয় এবং এই মামলায় তিনি এজাহার নামীয় আসামি।
কৌশিক হোসেন তাপসের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।