হোম > সারা দেশ > ঢাকা

খাবারে বিষাক্ত রং, মোড়কে অগ্রিম তারিখ: ভৈরবে তিন প্রতিষ্ঠানকে দণ্ড

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও বিশুদ্ধ খাদ্য আদালতের বিচারক আরিফুল ইসলাম কয়েকটি প্রতিষ্ঠানকে প্রতারণায় দায়ে দণ্ড দেন। ছবি: আজকের পত্রিকা

ভৈরবের একটি নামকরা বেকারি ক্যাপিটাল ফুডস। কেক, বিস্কুট, লাড্ডুসহ নানা ধরনের খাদ্যদ্রব্য তৈরি করে তারা। নিয়ম অনুযায়ী খাদ্যদ্রব্যের মোড়কে উৎপাদনের তারিখ ও মেয়াদ উত্তীর্ণের তারিখ লিখে রাখতে হয়। তাদের উৎপাদিত খাদ্যপণ্যেও তারিখ লেখা ছিল। তবে সে সবে ৭ থেকে ৮ দিন পরের তারিখ লিখে রাখা হয়। প্রতিষ্ঠানটি সরকারের কাছ থেকে মিল্ক ব্রেড উৎপাদনের অনুমোদন না নিলেও দেদার এসব উৎপাদন করে যাচ্ছিল। এসব অপরাধে প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা অর্থদণ্ড করা হয়।

একই উপজেলার আরেকটি প্রতিষ্ঠানের নাম ইয়াকুব অ্যান্ড মাহবুব ফুড প্রোডাক্টস। তারা পচা মরিচ দিয়ে মরিচগুঁড়ো তৈরি করছিল। গুঁড়ো লাল দেখানোর জন্য মেশানো হয় মানব দেহের জন্য ক্ষতিকর রং। এ ছাড়াও এসব গুঁড়ো তৈরি হতো অস্বাস্থ্যকর পরিবেশে। নিরাপদ খাদ্য আইনে এই প্রতিষ্ঠানকেও ২ লাখ টাকা অর্থদণ্ড করা হয়।

ভৈরব বাজারে রহিম বেকারিতে কেক তৈরিতে ব্যবহার হচ্ছিল মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর রাসায়নিক রং। তাদের প্রতিষ্ঠানে ক্রয়-বিক্রয়ের রসিদও সংরক্ষণ করা হয় না। বিশুদ্ধ খাদ্য আদালত তাদের ১ লাখ টাকা অর্থদণ্ড করা হয়।

শনিবার (১০ মে) দুপুরে কিশোরগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও বিশুদ্ধ খাদ্য আদালতের বিচারক আরিফুল ইসলাম সংক্ষিপ্ত বিচারিকপ্রক্রিয়ায় আদালত পরিচালনা করে প্রতিষ্ঠানগুলোকে অর্থদণ্ড দেন। এ সময় উপস্থিত ছিলেন জেলার নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম তালুকদার, জেলা স্যানিটারি ইন্সপেক্টর শংকর চন্দ্র পাল।

এ ছাড়া বিভিন্ন বেকারিতে অভিযান চালিয়ে বিপুল মেয়াদোত্তীর্ণ খাদ্যদ্রব্য জব্দ করে আদালত। পরে এগুলো ধ্বংস করা হয়। আদালত পরিচালনায় সহযোগিতা করেন পুলিশ, র‍্যাব ও আনসার বাহিনীর সদস্যরা।

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট