হোম > সারা দেশ > ঢাকা

যুক্তরাষ্ট্র-সৌদি দূতাবাস অভিমুখে জবির শিক্ষক সমিতির মিছিলের ডাক

  জবি প্রতিনিধি

শিক্ষক সমিতির আয়োজিত সভা। ছবি: আজকের পত্রিকা

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে ঢাকাস্থ যুক্তরাষ্ট্র ও সৌদি আরব দূতাবাস অভিমুখে ‘মার্চ ফর প্যালেস্টাইন’ কর্মসূচির ঘোষণা দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (জবিশিস)।

আজ মঙ্গলবার (৮ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লাউঞ্জে শিক্ষক সমিতি আয়োজিত একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। এই কর্মসূচিতে সংহতি জানিয়েছে শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী প্রতিনিধিরা।

এ সময় শিক্ষক সমিতির পক্ষ থেকে জানানো হয়, আগামী বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে মার্চ করে ঢাকাস্থ যুক্তরাষ্ট্র এবং সৌদি আরবের দূতাবাস যাওয়ার পাশাপাশি স্মারকলিপি দেওয়া হবে।

সভায় বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইছ উদ্দীন বলেন, ‘ইসলামকে ভালোবেসেই আমাদের এই উদ্যোগ। ফিলিস্তিনের প্রতি ন্যায়বিচার ও বর্বরোচিত হামলার প্রতিবাদে আমাদের আয়োজন। বিশ্ববাসীকে আমরা আমাদের পক্ষ থেকে মেসেজ দেব এবং শান্তিপূর্ণভাবে দূতাবাসে স্মারকলিপি দেব।’

এ সময় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. মোশাররফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক ড. বেলাল হোসেন, বাণিজ্য অনুষদের ডিন অধ্যাপক ড. মঞ্জুর মোর্শেদসহ শিক্ষক সমিতির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ ছাড়া শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জাফর আহমেদ, ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম, শাখা ছাত্র অধিকার পরিষদের সভাপতি এ কে এম রাকিব, জবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মাসুদ রানা, জবি হিউম্যান রাইট সোসাইটির সাধারণ সম্পাদক জুনায়েদ মাসুদসহ, সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ঢাকা-৭ আসন: নিরাপত্তা নিয়ে শঙ্কায় ভোটার

ঋণের জামিনদার হওয়াই কাল, মা-মেয়েকে হত্যার পর লাশের সঙ্গেই ঘুমাতেন দুই বোন

এক সপ্তাহের মধ্যে ‘হাদি সমাবেশে’র ঘোষণা ইনকিলাব মঞ্চের

উত্তরায় অগ্নিকাণ্ড: বাড়ির ছাদ ছিল তালাবদ্ধ, ধোঁয়ায় দম বন্ধ হয়ে প্রাণ যায় ৬ জনের

রাজধানীর উত্তরায় সাততলা ভবনে আগুন: একই পরিবারের ৩ জনসহ নিহত বেড়ে ৬

ঢাকা-৪ আসন: প্রার্থীদের প্রতিশ্রুতির জোয়ার

ঢাকার সাত কলেজ: দিনভর চরম দুর্ভোগ হাজারো মানুষের

কেরানীগঞ্জে শিক্ষিকার বাসা থেকে মা-মেয়ের লাশ উদ্ধার, আটক ৪

সাবেক ‘চিফ হিট অফিসার’ বুশরা আফরিনকে দুদকে জিজ্ঞাসাবাদ

লাইটার জাহাজে রমজানের নিত্যপণ্য মজুত করছেন ব্যবসায়ীরা, অভিযান পরিচালনা করবে সরকার