হোম > সারা দেশ > ঢাকা

মায়ের সঙ্গে শিশুপ্রহরে যাওয়া হলো না আয়ান–আয়াতের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাত পোহালেই শুক্রবার। ছুটির দিনে মায়ের সঙ্গে বইমেলার শিশুপ্রহরে যাওয়ার কথা ছিল আয়ান আর আয়াতের। হালুম, টুকটুকি, ইকরি ও শিকুর সঙ্গে আনন্দে মেতে উঠবে, এমনটাই হয়ত ভেবেছিল ওরা। কিন্তু বেইলি রোডের আগুন কেড়ে নিল সবকিছু। 

মায়ের সঙ্গে শিশুপ্রহরে যাওয়ার বদলে কফিনবন্দী হতে হলো ওদের। আয়ান আর আয়াত তার মা নাজিয়া আক্তারের সঙ্গে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় বেইলি রোডের কাচ্চি ভাই রেস্তোরাঁয় খেতে গিয়েছিল। সেখানে আগুনে পুড়ে লাশ হতে হয় তাদের। এ সব তথ্য জানিয়েছেন নাজিয়ার আত্মীয় রিফাত হোসেন।

রিফাত হোসেন জানান, দুই শিশুসন্তান আয়ান ও আয়াতকে নিয়ে বেইলি রোড এলাকায় থাকতেন নাজিয়া আক্তার। তাঁর স্বামী মোহাম্মদ আশিক পেশায় ব্যবসায়ী। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ব্যবসার কাজে বনানীতে ছিলেন আশিক। নাজিয়া দুই সন্তানকে নিয়ে রেস্তোরাঁয় খেতে যান। গতকাল সন্ধ্যায় স্বামীকে ফোন দিয়ে নাজিয়া আগুন লাগার কথাও জানান। এরপর আর কোনো কথা হয়নি। আজ শুক্রবার মর্গ থেকে তাঁদের লাশ বুঝে নেন স্বজনেরা।

রাজধানীর বেইলি রোডের বহুতল ভবনের আগুনে ৪৬ জনের মৃত্যু হয়েছে। ঢাকা মেডিকেল কলেজে স্থাপিত ঢাকা জেলা প্রশাসনের তথ্য ও সহায়তা কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী, আজ শুক্রবার দুপুর পর্যন্ত ৪১টি মরদেহ শনাক্ত করা গেছে। স্বজনদের কাছে ৩৮ মরদেহ হস্তান্তর করা হয়েছে।

অফিস দখল নিয়ে জুলাই রেভেলসের দুজনকে জখম

হাদিকে হত্যাচেষ্টা: ফয়সালের স্ত্রীসহ আরও তিনজন গ্রেপ্তার

ওসমান হাদির শারীরিক অবস্থার উন্নতি নেই

সুপ্রিম কোর্টের এজলাসে আইনজীবী ছাড়া প্রবেশ সীমিত

‘কুকুরের বাচ্চা হত্যার বিচার হয় অথচ নিষ্পাপ শিশু হত্যার বিচার নেই’

বাড্ডায় যাত্রীবাহী বাসে আগুন

সাংবাদিক আনিস আলমগীর ডিবি হেফাজতে, জিজ্ঞাসাবাদ হবে

হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক ৩ দিনের রিমান্ডে

হাদিকে হত্যাচেষ্টা: শেরপুর থেকে দুজন আটক

সামিটের আজিজ খান ও তাঁর পরিবারের সম্পদ বিবরণী চেয়ে দুদকের নোটিশ