হোম > সারা দেশ > নরসিংদী

নরসিংদীতে ৩ আন্তনগর ট্রেনের যাত্রাবিরতির উদ্বোধন

নরসিংদী প্রতিনিধি

ট্রেন উদ্বোধন অনুষ্ঠানে অতিথিরা। ছবি: আজকের পত্রিকা

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রেলপথের নরসিংদী রেলস্টেশনে আন্তনগর ট্রেন মহানগর প্রভাতী, মহানগর গোধূলী এবং উপবন এক্সপ্রেস ডাউনের যাত্রাবিরতির উদ্বোধন করা হয়েছে।

আজ রোববার সকাল সাড়ে ৯টায় নরসিংদী রেলস্টেশনে এসব ট্রেনের যাত্রাবিরতির উদ্বোধন করেন নরসিংদীর জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী।

ট্রেনটি নরসিংদী রেলস্টেশনে পৌঁছালে ট্রেনের পরিচালক ও লোকোমাস্টারসহ জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় ট্রেন যাত্রীদেরও ফুলেল শুভেচ্ছা জানানোর পাশাপাশি মিষ্টি বিতরণ করে নরসিংদী রেলযাত্রী অধিকার ফোরাম।

রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, নতুন যাত্রাবিরতি করা তিনটি ট্রেনসহ এই স্টেশনে যাত্রাবিরতি করা আন্তনগর ট্রেনের সংখ্যা দাঁড়িয়েছে মোট ৮টি।

নরসিংদী রেলযাত্রী অধিকার ফোরামের সভাপতি মো. আমজাদ জুয়েল বলেন, ‘নরসিংদী রেলযাত্রী অধিকার ফোরামের আবেদনের পরিপ্রেক্ষিতে নরসিংদী স্টেশনে আন্তনগর মহানগর প্রভাতী, মহানগর গোধূলী ও উপবন এক্সপ্রেস ডাউন ট্রেনের যাত্রাবিরতির সিদ্ধান্ত গ্রহণ করে রেল মন্ত্রণালয়। নতুন করে ৩টি ট্রেনের যাত্রাবিরতিতে হাজারো ট্রেনযাত্রীর দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে।’

নরসিংদীর জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধূরী বলেন, ‘দেশের অন্যতম পাইকারি কাপড়ের বাজার শেখেরচর-বাবুরহাটসহ কৃষি ও শিল্পসমৃদ্ধ এবং শিক্ষাক্ষেত্রে এই জেলার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। চট্টগ্রাম, সিলেটসহ দেশের বিভিন্ন অঞ্চলের সঙ্গে এই জেলার যোগাযোগের ক্ষেত্রে পর্যাপ্ত ট্রেনের যাত্রাবিরতি ছিল না। রেলপথ মন্ত্রণালয় বিষয়টি অনুধাবন করে যাত্রাবিরতির অনুমতি দেওয়ায় জেলাবাসী উপকৃত হবে।’

অনুষ্ঠানে নরসিংদী রেলওয়ে স্টেশন মাস্টার মোহাম্মদ আব্দুল মান্নান, রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক জহিরুল ইসলাম, নরসিংদী রেলযাত্রী অধিকার ফোরামের সভাপতি মো. আমজাদ জুয়েলসহ অন্যরা উপস্থিত ছিলেন।

দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহতের ঘটনায় ময়লার গাড়ির চালক কারাগারে

র‍্যাবের পোশাকে ডাকাতির নাটক করে লাখ টাকা লুট, গ্রেপ্তার ৬

কেরানীগঞ্জে সাড়ে ১১ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে

কেন্দ্রীয় কারাগারে বন্দীর ঢামেকে মৃত্যু

১০ ঘণ্টা পেরিয়ে গেলেও নিয়ন্ত্রণে আসেনি কেরানীগঞ্জের মার্কেটের আগুন

আমরা প্রাইম টার্গেটকে খুঁজছি: ডিএমপি কমিশনার

মতিঝিলে ছিনতাইকারীর কবলে ইডেনের ছাত্রী

হাদিকে গুলি: সন্দেহভাজনের তথ্য চেয়ে পুরস্কার ঘোষণা ডিএমপির

কেরানীগঞ্জে মার্কেটে আগুন: জ্বলছে কোটি টাকার দোকান, নির্বাক তাকিয়ে সালাম-সোহেল

কেরানীগঞ্জে জাবালে নূর সুপার মার্কেটে আগুন, উদ্ধার ৪২