হোম > সারা দেশ > ঢাকা

৯ম ওয়েজ বোর্ড বাস্তবায়নসহ ১১ দাবি গণমাধ্যম শ্রমিক-কর্মচারীদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আজ সোমবার (১৭ মার্চ) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেন গণমাধ্যম শ্রমিক-কর্মচারীরা। ছবি: আজকের পত্রিকা

৯ম ওয়েজ বোর্ড বাস্তবায়নসহ ১১ দফা দাবি জানিয়েছেন গণমাধ্যম শ্রমিক-কর্মচারীরা। আজ সোমবার (১৭ মার্চ) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচিতে এসব দাবি জানানো হয়। যৌথভাবে মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ সংবাদপত্র (গণমাধ্যম) কর্মচারী ফেডারেশন এবং বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব নিউজপেপার প্রেস ওয়ার্কার্স।

অন্য দাবিগুলোর মধ্যে রয়েছে, ১০ম ওয়েজ বোর্ড গঠনসহ ১০০ ভাগ মহার্ঘ ভাতা অনতিবিলম্বে ঘোষণা করা; বর্তমান গণমাধ্যম সংস্কার কমিশন বাতিল করে সব বৈধ মূল স্টেকহোল্ডারকে নিয়ে কমিশন পুনর্গঠন করে গণমাধ্যমশিল্পের জন্য একটি বৈষম্যহীন নীতিমালা প্রণয়ন করা; সাধারণ কর্মচারী ও প্রেস শ্রমিকদের জন্য কল্যাণ ট্রাস্ট গঠন করা; সাধারণ কর্মচারী ও প্রেস শ্রমিকদের নিজস্ব অফিস ভবন এবং আবাসন সমস্যার দ্রুত সমাধান করা; পিআইবিতে শ্রমিক-কর্মচারীদের আগের মতো প্রশিক্ষণের ব্যবস্থা অব্যাহত রাখা; সংবাদপত্রশিল্পে সমতানীতির ভিত্তিতে সাংবাদিকদের মতো শ্রমিক-কর্মচারীদের সরকারি সব সুযোগ-সুবিধা প্রদান; যেমন প্লট, ফ্ল্যাটসহ সরকারি খরচে প্রতিবছর হজ পালনে গণমাধ্যমের কর্মচারী ও শ্রমিকদের জন্য ন্যূনতম কোটা সংরক্ষণ করা; সংবাদপত্রশিল্পে (গণমাধ্যম) ছাঁটাই করা শ্রমিক-কর্মচারীদের বকেয়া পাওনাদি দ্রুত পরিশোধের ব্যবস্থা করতে তথ্য মন্ত্রণালয় কর্তৃক উদ্যোগ গ্রহণ করা; গণমাধ্যমে (সংবাদপত্রশিল্পে) শ্রমিক-কর্মচারীদের হয়রানি, ছাঁটাই বন্ধ এবং অস্থায়ী শ্রমিক-কর্মচারীদের ৩-৬ মাসের মধ্যে আইনানুগভাবে স্থায়ীকরণ করা ইত্যাদি।

দাবিগুলোর সঙ্গে সংহতি জানান বাংলাদেশ সংবাদপত্র (গণমাধ্যম) কর্মচারী ফেডারেশনের সভাপতি মো. মতিউর রহমান তালুকদার, মহাসচিব মো. খায়রুল ইসলাম, বাংলাদেশ ফেডারেশন ইউনিয়ন অব নিউজপেপারের সভাপতি মো. আলমগীর হোসেন খান, মহাসচিব মোশতাক আহমদ প্রমুখ।

সখীপুরে নিখোঁজের ৭ ঘণ্টা পর বন থেকে উদ্ধার শিশুটি মারা গেছে

ধানমন্ডিতে ককটেল বিস্ফোরণ

ঋণমুক্তির স্বপ্ন নিয়ে ঢাকায় এসেছিলেন সিয়াম, নিভে গেলেন হাতবোমায়

হাদি হত্যা: আদালতে ঘটনার যে বর্ণনা দিলেন প্রত্যক্ষদর্শী সেই রিকশাচালক

নারায়ণগঞ্জে কোটি টাকা মূল্যের নকল স্ট্যাম্প জব্দ, আটক ২

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি, জমকালো আয়োজনে নবীন-প্রবীণের মিলনমেলা

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট

গজারিয়ায় পুলিশের টহল গাড়িতে কাভার্ড ভ্যানের ধাক্কা, সার্জেন্টসহ আহত দুই

রাজবাড়ীতে চাঁদাবাজির সময় গণপিটুনিতে সম্রাট বাহিনীর প্রধান নিহত

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না