হোম > সারা দেশ > ঢাকা

ঢাবিতে গণতান্ত্রিক ছাত্র সংসদের পতাকা উত্তোলন কর্মসূচি

ঢাবি সংবাদদাতা

ঢাবির বটতলায় জাতীয় পতাকা উত্তোলন করে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। ছবি: আজকের পত্রিকা

জাতীয় পতাকা উত্তোলন দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বটতলায় জাতীয় পতাকা উত্তোলন করেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। আজ রোববার (২ মার্চ) বেলা ২টা ৩০ মিনিটের দিকে তারা এ কর্মসূচি পালন করে।

এ সময় সংগঠনটির কেন্দ্রীয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। তাঁরা জাতীয় সংগীত পরিবেশনের তালে তালে জাতীয় পতাকা উত্তোলন করেন।

এ সময় কেন্দ্রীয় আহ্বায়ক আবু বাকের মজুমদার বলেন, ‘১৯৭১ সালের ২ মার্চ তৎকালীন ডাকসুর ভিপি আ স ম আবদুর রবের নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জাতীয় পতাকা উত্তোলন করেন। সেই ঐতিহাসিক ঘটনার ধারাবাহিকতায় এ দিনটিকে প্রতিবছর স্মরণ করা হয়। জাতীয় জীবনে দিনটির তাৎপর্য ধরে রাখতে আমরা স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলনের স্মরণে এ কর্মসূচি পালন করছি।’

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আব্দুল কাদের বলেন, ‘আজকের কর্মসূচি পালনের মাধ্যমে আমরা একটি বার্তা দিতে চাই। পাকিস্তানি শাসকেরা নির্বাচনের পরও ক্ষমতা হস্তান্তর নিয়ে টালবাহানা করছিল, সেই সংকটকালে তৎকালীন ডাকসুর নেতারা দেশের হাল ধরেছিল। দেশের মানুষের নানা দ্বিধাদ্বন্দ্বের অবসান ঘটিয়ে ডাকসুর ভিপি স্বাধীন দেশের পতাকা উত্তোলন করেছেন।’

তিনি বলেন, ‘বাংলাদেশ এখনো নানা অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে। এসব অস্থিরতার মধ্যে আগামী দিনেও ডাকসুর নেতার হাল ধরবে বলে বিশ্বাস করি। সে জন্য ডাকসুসহ সব ছাত্র সংসদ দ্রুত বাস্তবায়ন করতে হবে। শিক্ষার্থীরা তাদের পছন্দের প্রতিনিধি নির্বাচন করবে। তাদের চাওয়া-পাওয়া নির্বাচিত প্রতিনিধিরাই পূরণ করতে পারবে।’

ধানমন্ডিতে ককটেল বিস্ফোরণ

ঋণমুক্তির স্বপ্ন নিয়ে ঢাকায় এসেছিলেন সিয়াম, নিভে গেলেন হাতবোমায়

হাদি হত্যা: আদালতে ঘটনার যে বর্ণনা দিলেন প্রত্যক্ষদর্শী সেই রিকশাচালক

নারায়ণগঞ্জে কোটি টাকা মূল্যের নকল স্ট্যাম্প জব্দ, আটক ২

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি, জমকালো আয়োজনে নবীন-প্রবীণের মিলনমেলা

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট

গজারিয়ায় পুলিশের টহল গাড়িতে কাভার্ড ভ্যানের ধাক্কা, সার্জেন্টসহ আহত দুই

রাজবাড়ীতে চাঁদাবাজির সময় গণপিটুনিতে সম্রাট বাহিনীর প্রধান নিহত

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট