হোম > সারা দেশ > ঢাকা

ঢাবিতে গণতান্ত্রিক ছাত্র সংসদের পতাকা উত্তোলন কর্মসূচি

ঢাবি সংবাদদাতা

ঢাবির বটতলায় জাতীয় পতাকা উত্তোলন করে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। ছবি: আজকের পত্রিকা

জাতীয় পতাকা উত্তোলন দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বটতলায় জাতীয় পতাকা উত্তোলন করেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। আজ রোববার (২ মার্চ) বেলা ২টা ৩০ মিনিটের দিকে তারা এ কর্মসূচি পালন করে।

এ সময় সংগঠনটির কেন্দ্রীয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। তাঁরা জাতীয় সংগীত পরিবেশনের তালে তালে জাতীয় পতাকা উত্তোলন করেন।

এ সময় কেন্দ্রীয় আহ্বায়ক আবু বাকের মজুমদার বলেন, ‘১৯৭১ সালের ২ মার্চ তৎকালীন ডাকসুর ভিপি আ স ম আবদুর রবের নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জাতীয় পতাকা উত্তোলন করেন। সেই ঐতিহাসিক ঘটনার ধারাবাহিকতায় এ দিনটিকে প্রতিবছর স্মরণ করা হয়। জাতীয় জীবনে দিনটির তাৎপর্য ধরে রাখতে আমরা স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলনের স্মরণে এ কর্মসূচি পালন করছি।’

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আব্দুল কাদের বলেন, ‘আজকের কর্মসূচি পালনের মাধ্যমে আমরা একটি বার্তা দিতে চাই। পাকিস্তানি শাসকেরা নির্বাচনের পরও ক্ষমতা হস্তান্তর নিয়ে টালবাহানা করছিল, সেই সংকটকালে তৎকালীন ডাকসুর নেতারা দেশের হাল ধরেছিল। দেশের মানুষের নানা দ্বিধাদ্বন্দ্বের অবসান ঘটিয়ে ডাকসুর ভিপি স্বাধীন দেশের পতাকা উত্তোলন করেছেন।’

তিনি বলেন, ‘বাংলাদেশ এখনো নানা অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে। এসব অস্থিরতার মধ্যে আগামী দিনেও ডাকসুর নেতার হাল ধরবে বলে বিশ্বাস করি। সে জন্য ডাকসুসহ সব ছাত্র সংসদ দ্রুত বাস্তবায়ন করতে হবে। শিক্ষার্থীরা তাদের পছন্দের প্রতিনিধি নির্বাচন করবে। তাদের চাওয়া-পাওয়া নির্বাচিত প্রতিনিধিরাই পূরণ করতে পারবে।’

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ

খালেদা জিয়ার জানাজা ঘিরে যেসব সড়কে যান চলাচল বন্ধ ও ডাইভারশন

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস