হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

সিদ্ধিরগঞ্জ থেকে চুরি হওয়া বাস নরসিংদী থেকে জব্দ, গ্রেপ্তার ২ 

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নরসিংদীর রায়পুরা থেকে চুরি হওয়া ঠিকানা পরিবহনের ১টি বাস জব্দ করেছে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা-পুলিশ। এ সময় চুরির ঘটনায় জড়িত থাকা চোরচক্রের দুজন সদস্যকেও গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) ইয়াউর রহমান। 

এর আগে রোববার (৭ এপ্রিল) দিবাগত রাতে সিদ্ধিরগঞ্জ থানা-পুলিশের একটি দল নরসিংদী জেলার রায়পুরা উপজেলার আলগী এলাকা থেকে বাসটি জব্দ করে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন, নরসিংদী জেলার মো. স্বপন মিয়া (৪০) ও মো. রাসেল (২৫)। 

পুলিশ সূত্রে জানা গেছে, গত শুক্রবার বিকেল ৫টার দিকে ঠিকানা পরিবহনের (ঢাকা মেট্রো-ব ১৫-৩৭৪২) বাসটির চালক মো. আরিফ (৩৭) ট্রিপ শেষ করে প্রতিদিনের মতো সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ডের দি সান পাম্পে পার্কিং করে যান। পরদিন সকাল ৬টার দিকে এসে দেখেন বাসটি যথাস্থানে নেই। অনেক খোঁজাখুঁজির পর বাসটি না পেয়ে গতকাল ৭ এপ্রিল বিকেলে বাসটির মালিক দিদারুল ইসলাম (৫১) বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করেন। পরে তথ্য প্রযুক্তির মাধ্যমে ও নরসিংদীর রায়পুর থানার সহযোগিতায় সিদ্ধিরগঞ্জ থানা-পুলিশ বাসটি জব্দ করে এবং চোরদের গ্রেপ্তার করতে সক্ষম হয়। 

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, ‘ঠিকানা পরিবহনের বাসটির মালিক আমাদের থানায় একটি চুরির মামলা করেন। মামলার পরপরই আমরা রায়পুর থানা পুলিশের সহায়তায় বাসটি জব্দ করি এবং দুজন চোরকে গ্রেপ্তার করতে সক্ষম হই। আজ দুপুরে আসামিদের নারায়ণগঞ্জ আদালতে হাজির করা হয়েছে।’

হাদি সিঙ্গাপুরে, হামলার নেপথ্যের ব্যক্তিরা অজানা

রাজধানীর দক্ষিণখানে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

ট্রাফিক পুলিশকে ২০০ মিটার টেনে নিয়ে যাওয়া অটোরিকশাচালক গ্রেপ্তার

শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত ও খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এতিম শিশুদের দোয়া

আনিস আলমগীরকে গ্রেপ্তার স্বৈরাচারী আমলে সাংবাদিক দমন-পীড়নের পুনরাবৃত্তি

কেরানীগঞ্জে সড়কের পাশ থেকে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার

ড. ইউনূস যদি চান, সারা বাংলাদেশকে কারাগার বানাতে পারেন—আদালতে আনিস আলমগীর

জবি ভিসির ভবন ঘেরাও করে রেখেছেন আস-সুন্নাহর মেধাবী প্রজেক্টের শিক্ষার্থীরা

আতিফ আসলামের কনসার্ট নিয়ে প্রতারণা: মেইন স্টেজের ৫ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

আনিস আলমগীরকে ৫ দিনের রিমান্ডে পেল পুলিশ