হোম > সারা দেশ > ঢাকা

জবির নতুন ক্যাম্পাসের কাজ শুরুর দাবিতে কাঁথা-বালিশ নিয়ে শিক্ষার্থীর অবস্থান

জবি প্রতিনিধি 

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচিতে ২০২২-২৩ শিক্ষাবর্ষের আধুনিক ভাষা শিক্ষা ইনস্টিটিউটের শিক্ষার্থী শের আলী। ছবি: আজকের পত্রিকা

তিন দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেছেন এক শিক্ষার্থী। আজ রোববার বিকেলে প্রশাসনিক ভবনের সামনে এই কর্মসূচি শুরু করেন তিনি। এ সময় তিনি কাঁথা-বালিশ নিয়ে অবস্থান করেন। অবস্থান করা শিক্ষার্থীর নাম শের আলী। তিনি ২০২২-২৩ শিক্ষাবর্ষের আধুনিক ভাষা শিক্ষা ইনস্টিটিউটের শিক্ষার্থী।

অবস্থানরত ওই শিক্ষার্থীর দাবি তিনটি হলো—৭০ শতাংশ শিক্ষার্থীর আবাসন ভাতা নিশ্চিত করা, অস্থায়ী দুটি আবাসিক হল (বানী ভবন ও হাবীবুর রহমান হল) নির্মাণ ও দ্বিতীয় ক্যাম্পাসের কাজ আগামী সপ্তাহের মধ্যে শুরু করতে হবে।

অবস্থানরত এই শিক্ষার্থীর সঙ্গে ইতিমধ্যে একাত্মতা প্রকাশ করেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্রসংগঠনের নেতা-কর্মীরা। তা ছাড়া সাধারণ শিক্ষার্থীরাও কর্মসূচিতে অবস্থান নেন।

এ বিষয়ে অবস্থানরত শিক্ষার্থী শের আলী বলেন, ‘এই তিন দাবি বাস্তবায়ন করতে হবে। কোনো আশ্বাস নয়, দৃশ্যমান উন্নয়ন ছাড়া আমি অবস্থান থেকে উঠব না।’

সংকট কাটছে না শিগগির

নারায়ণগঞ্জে সিমেন্ট কারখানায় বিস্ফোরণে ৭ জন দগ্ধ

দক্ষিণ বনশ্রীতে স্কুলছাত্রীর গলাকাটা লাশ উদ্ধার

নিকুঞ্জে অজ্ঞান পার্টির কবলে অষ্টম শ্রেণির ছাত্র

হাদি হত্যা: চার্জশিটে আপত্তি থাকলে বাদীকে আদালতে হাজির হওয়ার নির্দেশ

গুলিস্তানে বাসের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮

স্বেচ্ছাসেবক দলের নেতা মোসাব্বির হত্যায় শুটার জিনাতসহ গ্রেপ্তার ৩

এবার মিরপুর রোডে তিতাসের ভালভ ফেটেছে, ভোগান্তি দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা

মোসাব্বির হত্যা: খুনিদের ছবি স্পষ্ট পরিচয় অজানা