হোম > সারা দেশ > ঢাকা

ঢাকায় চিকিৎসা নিতে এসে এসি বিস্ফোরণে একই পরিবারের ৪ জন দগ্ধ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

কক্সবাজার থেকে ঢাকায় চিকিৎসা নিতে এসে এসি বিস্ফোরণে একই পরিবারের চারজন দগ্ধ হয়েছে। দগ্ধদের মধ্যে নারী ও শিশু রয়েছে। গতকাল সোমবার রাতে ঢাকার বসুন্ধরা এলাকায় এই ঘটনাটি ঘটে। দগ্ধরা হচ্ছেন রোগী রক্সি আক্তার (২০), তাঁর বাবা আব্দুল মান্নান (৫০), বোন ফুতু আক্তার (১৮) ও ছেলে আয়ান (৩)। 

জানা যায়, কক্সবাজারের মহেশখালী থেকে চিকিৎসার জন্য ঢাকায় এসে বসুন্ধরা আবাসিক এলাকার পাশে ভাড়া করা বাসায় ওঠে, এসি বিস্ফোরণে একই পরিবারের শিশুসহ চারজন দগ্ধ হয়েছেন। 

তাদেরকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। 

দগ্ধদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন আহামেদ মোস্তফা। তিনি বলেন, আব্দুল মান্নানের বাড়ি কক্সবাজারের মহেশখালী। তার বড় মেয়ে রক্সি আক্তার ব্রেইন টিউমারে আক্রান্ত। বসুন্ধরা এভার কেয়ার হাসপাতালে তার চিকিৎসা চলছে। গত ৬ জুন সেখানে তার অপারেশন হয়। হাসপাতালের পাশে বসুন্ধরার এ-ব্লকে পরিবারটি একটা বাসায় সাবলেট ভাড়া নেয়। সেখানে থাকতেন তারা। গত সোমবার সন্ধ্যায় বিদ্যুৎ চলে যায়। রুমে এসি চালানো ছিল। পরে আবার বিদ্যুৎ চলে আসলে হঠাৎ বিস্ফোরণ ঘটে। পরে আশপাশের লোকজন তাদের কে উদ্ধার করে, প্রথমে তাদের এভার কেয়ার হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাতে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ভর্তি করা হয়। 

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, তাদের চিকিৎসা চলছে। 

দগ্ধদের মধ্যে রক্সির শরীরের ৫৫ শতাংশ, আয়ান ৭০ শতাংশ, ফুতুর ৫৫ শতাংশ, ও আব্দুল মান্নান এর ৫০ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের সকলের অবস্থা আশংকাজনক।

ঢাকা-৭ আসন: নিরাপত্তা নিয়ে শঙ্কায় ভোটার

ঋণের জামিনদার হওয়াই কাল, মা-মেয়েকে হত্যার পর লাশের সঙ্গেই ঘুমাতেন দুই বোন

এক সপ্তাহের মধ্যে ‘হাদি সমাবেশে’র ঘোষণা ইনকিলাব মঞ্চের

উত্তরায় অগ্নিকাণ্ড: বাড়ির ছাদ ছিল তালাবদ্ধ, ধোঁয়ায় দম বন্ধ হয়ে প্রাণ যায় ৬ জনের

রাজধানীর উত্তরায় সাততলা ভবনে আগুন: একই পরিবারের ৩ জনসহ নিহত বেড়ে ৬

ঢাকা-৪ আসন: প্রার্থীদের প্রতিশ্রুতির জোয়ার

ঢাকার সাত কলেজ: দিনভর চরম দুর্ভোগ হাজারো মানুষের

কেরানীগঞ্জে শিক্ষিকার বাসা থেকে মা-মেয়ের লাশ উদ্ধার, আটক ৪

সাবেক ‘চিফ হিট অফিসার’ বুশরা আফরিনকে দুদকে জিজ্ঞাসাবাদ

লাইটার জাহাজে রমজানের নিত্যপণ্য মজুত করছেন ব্যবসায়ীরা, অভিযান পরিচালনা করবে সরকার