হোম > সারা দেশ > ঢাকা

গার্মেন্টস কর্মীদের সড়ক অবরোধ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বেতন বৃদ্ধির দাবিতে রাজধানীর মিরপুরে ফের সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন তৈরি পোশাক শ্রমিকেরা। শ্রমিকদের আন্দোলনের কারণে মিরপুর ১০ নম্বরসহ আশপাশের এলাকায় তীব্র যানজট দেখা দিয়েছে। 

আজ শনিবার বেলা ২টা থেকে গার্মেন্টস শ্রমিকেরা সড়কে অবস্থান নিতে শুরু করেন। আন্দোলনরত শ্রমিকদের দাবি, দেশে চাল, ডাল, তেলের দাম প্রতিনিয়ত বাড়ছে। কিন্তু সেই অনুপাতে বেতন বাড়ছে না তাঁদের। বর্তমানে তাঁরা যে বেতন পাচ্ছে তা দিয়ে মাস পাড় করা কঠিন হয়ে পড়েছে। এ বিষয়ে গার্মেন্টস কর্তৃপক্ষের কাছে বারবার জানানো হলেও তাঁরা এ বিষয়ে কোনো উদ্যোগ নেয়নি। 

সরেজমিনে গিয়ে দেখা যায়, দুপুর ২টায় থেকে কয়েকশ শ্রমিক মিরপুর-১০, ১৩ ও ১৪ নম্বরের কৃষি ব্যাংকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। এ সময় মিরপুর-১০ থেকে ১৩, ১৪ ও কচুক্ষেত পর্যন্ত যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে মিরপুর জুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়। মানুষ ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থেকে দুর্ভোগে পড়েন। 

আন্দোলনে নেতৃত্ব দেওয়া লডস্টার ফ্যাশন লিমিটেডের শ্রমিক সুমি আক্তার বলেন, ‘আমরা কোনো সরকারবিরোধী আন্দোলন করছি না। বাজারে প্রতিনিয়তই সবকিছুর দাম বাড়ছে। কিন্তু বেতন আর বাড়ছে না। প্রতি মাসে ১০ হাজার টাকা দিয়ে আমাদের সংসার চলছে না। আমরা শুধু চাই আমাদের বেতনটা যেন বাড়ে এবং পরিবার নিয়ে একসঙ্গে দিন কাটাতে পারি।’ 

তিনি আরও বলেন, ‘বেতন বৃদ্ধি না করলে এ আন্দোলন প্রতিনিয়তই চালিয়ে যাবেন তাঁরা। হয় দাম কমাতে হবে না হয় বেতন বাড়াতে হবে।’ 

শেষ খবর পাওয়া পর্যন্ত শ্রমিকেরা রাস্তায় ছিলেন। আশপাশে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। 

পল্লবী জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) (পেট্রল) মো. মাহবুব বলেন, ‘পোশাক শ্রমিকেরা রাস্তা অবরোধ করে রেখেছেন। আমরা তাঁদের রাস্তা থেকে সরে যেতে বলেছি।’ 

উল্লেখ্য, এর আগে গত বৃহস্পতিবার একই দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন পোশাক শ্রমিকেরা। ওই সময় শ্রমিকেরা বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত সড়ক অবরোধ করে রাখেন।

হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক ৩ দিনের রিমান্ডে

হাদিকে হত্যাচেষ্টা: শেরপুর থেকে দুজন আটক

সামিটের আজিজ খান ও তাঁর পরিবারের সম্পদ বিবরণী চেয়ে দুদকের নোটিশ

হাদিকে হত্যাচেষ্টা: মির্জা আব্বাসকে নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগে মামলা

আগুনের কালো ধোঁয়ার ভেতর আলো হয়ে উঠলেন শাহীন

এবার প্রতারণা ও মারধরের মামলায় গ্রেপ্তার ব্যারিস্টার তুরিন আফরোজ

সুদানে শান্তিরক্ষা মিশনে নিহত পাকুন্দিয়ার জাহাঙ্গীরের বাড়িতে মাতম

ছোট ভাই প্রটেকশন বাড়াও— রাকসু জিএসকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি

বিজয় দিবসে তেজগাঁও বিমানবন্দর এলাকায় ড্রোন না ওড়ানোর অনুরোধ

খিলক্ষেত থানার পাশে পুলিশের জব্দ করা বাসে আগুন