হোম > সারা দেশ > ঢাকা

জরিমানা ছাড়া যানবাহনের ফিটনেস নবায়নের সময়সীমা শেষ হচ্ছে জুনে

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: জরিমানা ছাড়া যানবাহনের ফিটনেস, রুট পারমিট, ট্যাক্স টোকেন এবং ড্রাইভিং লাইসেন্স নবায়নের বর্ধিত সময়সীমা শেষ হচ্ছে আগামী ৩০ জুন। আজ বুধবার বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) জরিমানা মওকুফ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ৩০ জুন পর্যন্ত মোটরযান নবায়নের সময়সীমা বাড়ানো হয়েছে। তাই এই সময়ের মধ্যে গাড়ির কাগজপত্র (ফিটনেস, ট্যাক্স টোকেন ও রুট পারমিট) এবং ড্রাইভিং লাইসেন্সের জরিমানা ব্যতীত মূল কর/ফি জমা দিয়ে গাড়ির কাগজপত্র হালনাগাদ করার জন্য সুযোগ প্রদান করা হলো।

বিআরটিএ কর্তৃপক্ষ বলছে, জরিমানা মওকুফের সুযোগ গ্রহণ করে, মোটরযান মালিক ও ড্রাইভিং লাইসেন্সধারীদের কাগজপত্র হালনাগাদ করার জন্য অনুরোধ করা হলো। একই সঙ্গে ভবিষ্যতে খেলাপি মোটরযান মালিকদের আর কোনো সুযোগ দেওয়া হবে না।

এর আগে গাড়ির কাগজপত্র হালনাগাদের সময়সীমা গত বছরের ৩০ জুন থেকে বাড়িয়ে গত বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত করা হয়েছিল। কিন্তু বর্ধিত সময় শেষ হয়ে যাওয়ার ফলে আবারও এই বছরের ৩০ জুন পর্যন্ত গাড়ির কাগজপত্র হালনাগাদের সময়সীমা বাড়ানো হয়েছে।

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির