হোম > সারা দেশ > ঢাকা

জরিমানা ছাড়া যানবাহনের ফিটনেস নবায়নের সময়সীমা শেষ হচ্ছে জুনে

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: জরিমানা ছাড়া যানবাহনের ফিটনেস, রুট পারমিট, ট্যাক্স টোকেন এবং ড্রাইভিং লাইসেন্স নবায়নের বর্ধিত সময়সীমা শেষ হচ্ছে আগামী ৩০ জুন। আজ বুধবার বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) জরিমানা মওকুফ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ৩০ জুন পর্যন্ত মোটরযান নবায়নের সময়সীমা বাড়ানো হয়েছে। তাই এই সময়ের মধ্যে গাড়ির কাগজপত্র (ফিটনেস, ট্যাক্স টোকেন ও রুট পারমিট) এবং ড্রাইভিং লাইসেন্সের জরিমানা ব্যতীত মূল কর/ফি জমা দিয়ে গাড়ির কাগজপত্র হালনাগাদ করার জন্য সুযোগ প্রদান করা হলো।

বিআরটিএ কর্তৃপক্ষ বলছে, জরিমানা মওকুফের সুযোগ গ্রহণ করে, মোটরযান মালিক ও ড্রাইভিং লাইসেন্সধারীদের কাগজপত্র হালনাগাদ করার জন্য অনুরোধ করা হলো। একই সঙ্গে ভবিষ্যতে খেলাপি মোটরযান মালিকদের আর কোনো সুযোগ দেওয়া হবে না।

এর আগে গাড়ির কাগজপত্র হালনাগাদের সময়সীমা গত বছরের ৩০ জুন থেকে বাড়িয়ে গত বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত করা হয়েছিল। কিন্তু বর্ধিত সময় শেষ হয়ে যাওয়ার ফলে আবারও এই বছরের ৩০ জুন পর্যন্ত গাড়ির কাগজপত্র হালনাগাদের সময়সীমা বাড়ানো হয়েছে।

মোসাব্বির হত্যা: খুনিদের ছবি স্পষ্ট পরিচয় অজানা

যশোর সাংবাদিক ফোরাম ঢাকার আত্মপ্রকাশ

ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসচাপায় মোটরসাইকেলচালক নিহত, আরোহী আহত

বাপ্পী নামক কলাগাছকে সামনে এনে হাদি হত্যাকাণ্ডের মূল ঘটনাকে আড়াল করা হচ্ছে: জাবের

হাদি হত্যাসহ সারা দেশে টার্গেট কিলিংয়ের প্রতিবাদে জবিতে মানববন্ধন

রাজধানীতে গ্যাসের অতি স্বল্পচাপের যে ব্যাখ্যা দিল তিতাস

মির্জাপুরে ডাম্প ট্রাকচাপায় অজ্ঞাতনামা নারীর মৃত্যু

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে: মূল নকশার বাইরে চারটি র‍্যাম্প নির্মাণের ভাবনা

মোসাব্বির হত্যা: তদন্তে রাজনৈতিক দ্বন্দ্ব ও আধিপত্যে নজর

ফরিদপুরে জামায়াতের প্রার্থীকে শোকজ