গান্ধী আশ্রম ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হিসেবে দ্বিতীয়বারের মতো মনোনয়ন পেয়েছেন মেজর জেনারেল (অব.) জীবন কানাই দাস।
গতকাল বুধাবার (২৬ জুন) সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাঁকে পরবর্তী তিন বছরের জন্য মনোনয়ন দেওয়া হয়। তাঁর এই নতুন মনোনয়ন গত ২৮ মে থেকে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
জীবন কানাই দাস সেনাবাহিনী থেকে অবসরের পর বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে জড়িত রয়েছেন। তিনি প্রবীণদের জীবনমান উন্নয়নে নিয়োজিত চ্যারিটি প্রতিষ্ঠান স্যার ইউলিয়াম বেভারিজ ফাউন্ডেশনের কান্ট্রি ডিরেক্টর এবং বারিধারা ডিওএইচএস পরিষদেরও বর্তমান প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।