হোম > সারা দেশ > ঢাকা

রিজভীর বিরুদ্ধে হিরো আলমের মামলার প্রতিবেদনের পরবর্তী তারিখ ২১ জানুয়ারি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বিরুদ্ধে মানহানির অভিযোগে কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমের দায়ের করা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের নতুন তারিখ ধার্য করা হয়েছে আগামী ২১ জানুয়ারি। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রট আশেক ইমাম এই তারিখ ধার্য করেন।

হিরো আলমের আইনজীবী আব্দুল্লাহ আল মনসুর রিপন আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেন।

মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আজ দিন ধার্য ছিল। কিন্তু মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি প্রতিবেদন দাখিল না করায় আদালত নতুন তারিখ ধার্য করেন। 

এর আগে গত ৭ আগস্ট হিরো আলম আদালতে মামলা করলে আদালত ডিবিকে তদন্তের দায়িত্ব দেন।

মামলায় হিরো আলম উল্লেখ করেন, রিজভীর কথায় তিনি সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। তার মানহানি হয়েছে। তার ক্ষতির পরিমাণ ৫০ কোটি টাকা।

গত ১৮ জুলাই রুহুল কবির রিজভী রাজশাহী নগরীর ভুবন মোহন শহীদ মিনার পার্কে পদযাত্রা কর্মসূচিতে অংশ নিয়ে হিরো আলমকে নিয়ে মন্তব্য করেন। মন্তব্যে তিনি বলেন, হিরো আলম অর্ধ পাগল, অর্ধ শিক্ষিত একটা লোক, সে নির্বাচন করছে, মানে রুচি কতটা বিকৃত হলে এরা এ কাজ করতে পারে।

রিজভির ওই মন্তব্য গত ৫ আগস্ট সকালে তিনি ইউটিউবে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পান। সেটা দেখার পরে তিনি মামলা করার সিদ্ধান্ত নেন।

হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ফের রিমান্ডে

র‍্যাকের সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল

রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা