হোম > সারা দেশ > রাজবাড়ী

পাংশায় শিক্ষার্থী হত্যায় গ্রেপ্তার ১ 

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর পাংশায় মাদ্রাসাছাত্র মো. হাসিবুল (১৩) হত্যাকাণ্ডের ঘটনায় মো. তারেক (২০) নামের এক তরুণকে গ্রেপ্তার ও ছিনতাই করা ব্যাটারিচালিত ভ্যানটি উদ্ধার করেছে পাংশা মডেল থানার পুলিশ। পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

মো. তারেক মাছপাড়া ইউনিয়নের জয়গ্রামের মো. আ. খালেক প্রামাণিকের ছেলে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত মঙ্গলবার বিকেলে মো. হাসিবুল তাঁর বাবার ব্যাটারিচালিত ভ্যানটি নিয়ে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। পরদিন বুধবার সকাল ৮টার দিকে মাছপাড়া ইউনিয়নের দুর্গাপুর গ্রামের একটি খেত থেকে গামছা দিয়ে মুখ বাঁধা অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় হাসিবুলে বাবা হামিদুর রহমান (৪০) বাদী হয়ে পাংশা মডেল থানায় দেওয়া লিখিত অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করা হয়। এই মামলায় গতকাল বুধবার রাতে মো. তারেককে (২০) গ্রেপ্তার করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে ওসি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারেক জানিয়েছেন, ভ্যানটি ছিনিয়ে নেওয়ার জন্য হাসিবুলকে ঘটনাস্থলে শ্বাসরোধে হত্যা করে। তারেকের দেওয়া তথ্যের ভিত্তিতেই কুমারখালী থানার হলবাজার এলাকা থেকে ভ্যানটি উদ্ধার করা হয়। আসামি মো. তারেককে আজ বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়েছে।

এদিকে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে মো. হাসিবুল হত্যার প্রতিবাদে এবং আসামিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছেন পাংশা উপজেলার বিভিন্ন মাদ্রাসার শিক্ষক, কর্মচারী ও ছাত্র-ছাত্রীরা। উপজেলা পরিষদ চত্বরে এই মানববন্ধন করেন তাঁরা।

নিহত মো. হাসিবুল উপজেলার মাছপাড়া ইউনিয়নের খালকুলা গ্রামের বাসিন্দা। সমষপুর দাখিল মাদ্রাসার মপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল সে।

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির

সিঙ্গাপুর থেকে ওসমান হাদির মরদেহ নিয়ে ঢাকার পথে বিমান বিজি ৫৮৫

ওসমান হাদির মরদেহ পৌঁছাবে সন্ধ্যা ৬টায়: ইনকিলাব মঞ্চ

জুমার নামাজের পর আরও উত্তাল শাহবাগ, বড় হচ্ছে জমায়েত

ওসমান হাদি হত্যার প্রতিবাদে ফরিদপুরে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে অবস্থান