হোম > সারা দেশ > ঢাকা

কলাবাগানে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলায় সমন্বয়কসহ ১৪ জন আটক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ছবি: আজকের পত্রিকা

রাজধানীর কলাবাগান থানা এলাকায় একটি ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার অভিযোগে সমন্বয়ক পরিচয় দেওয়া ১৪ তরুণকে আটক করেছে যৌথ বাহিনী। তাঁদের কলাবাগান থানায় হস্তান্তর করা হয়েছে।

আজ শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তারুজ্জামান আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি মুক্তারুজ্জামান বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কলাবাগান থানার আহ্বায়ক সালাউদ্দিন সালমানসহ বিভিন্ন পদের ১৪ জনকে আটক করা হয়েছে। তাঁরা রাজধানীর রাসেল স্কয়ারে শেখ কবির নামের এক ব্যবসায়ীর অফিসে হামলা ও ভাঙচুর করেছেন।

থানা পুলিশ সূত্রে জানা যায়, ভোক্তভোগীর শেখ কবিরের পান্থপথের ৪৭ লেক সার্কাসে কাবিক্রো লিমিটেড একটি কনস্ট্রাকশন সাইট রয়েছে। হঠাৎ করে রাতে সেখানে গিয়ে ভাঙচুর চালায় ২০ জনের মতো যুবকদের একটি দল। সেখান থেকে ড্রয়ার ভেঙে তাঁরা টাকাও নেয়। পরে ভুক্তভোগী ৯৯৯-এ ফোন করলে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ দল সেখানে গিয়ে তাদের আটক করে। লুট হওয়া টাকা থেকে প্রায় অর্ধ লক্ষ টাকা উদ্ধার করে।

ওসি মুক্তারুজ্জামান আরও বলেন, অভিযুক্তরা দাবি করেছেন, ওই কনস্ট্রাকশন সাইটে আওয়ামী লীগে কার্যক্রম চলছিল—এমনটি শুনে তাঁরা সেখানে গিয়েছিলেন। কিন্ত ভুক্তভাগী বলেছেন, এটা তাঁর ব্যক্তিগত অফিস। এটা আওয়ামী লীগের কোনো অফিস ছিল না। সেই অফিস ভাঙচুর করে তিন লাখ টাকা নিয়ে নেয় তাঁরা।

এ ঘটনায় কলাবাগান থানায় ১৪ জনসহ অজ্ঞাত পাঁচ ছয় জনের নামে আইনশৃঙ্খলা বিঘন্নকারী অপরাধে দ্রুত বিচার আইনের মামলা হয়েছে।

সাবেক এমপি শাজাহান খানের মেয়ে ও নুরুন্নবী চৌধুরীর স্ত্রীর নামে দুদকের মামলা অনুমোদন

ধর্ষণের মামলায় গণ বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্র রিমান্ডে

নির্বাচনের আগে ডিএমপির ৫০ থানায় নতুন ওসি

যন্ত্রপাতি ও অর্থ আত্মসাতের অভিযোগে অনন্ত নিটওয়্যারের এমডিসহ চারজনের বিরুদ্ধে ঠিকাদারের মামলা

বাম দলের যমুনা যাত্রা কর্মসূচিতে পুলিশের লাঠিপেটা, আহত ২০

দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও করে ব্ল্যাকমেল: গণ বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী গ্রেপ্তার

দেশজুড়ে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দ্বিতীয় দিনের অর্ধদিবস কর্মবিরতি

কর্মচারীদের আন্দোলনে যাওয়া রাষ্ট্রের ব্যর্থতা: রাজেকুজ্জামান রতন

পরকীয়ার সন্দেহ, ডেমরায় স্ত্রী ও শাশুড়িকে যুবকের ছুরিকাঘাত

ডাক বিভাগের ফ্রান্সে রপ্তানির কার্গোতে ইয়াবা, ধরা পড়ল শাহজালাল বিমানবন্দরে