হোম > সারা দেশ > ঢাকা

কলাবাগানে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলায় সমন্বয়কসহ ১৪ জন আটক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ছবি: আজকের পত্রিকা

রাজধানীর কলাবাগান থানা এলাকায় একটি ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার অভিযোগে সমন্বয়ক পরিচয় দেওয়া ১৪ তরুণকে আটক করেছে যৌথ বাহিনী। তাঁদের কলাবাগান থানায় হস্তান্তর করা হয়েছে।

আজ শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তারুজ্জামান আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি মুক্তারুজ্জামান বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কলাবাগান থানার আহ্বায়ক সালাউদ্দিন সালমানসহ বিভিন্ন পদের ১৪ জনকে আটক করা হয়েছে। তাঁরা রাজধানীর রাসেল স্কয়ারে শেখ কবির নামের এক ব্যবসায়ীর অফিসে হামলা ও ভাঙচুর করেছেন।

থানা পুলিশ সূত্রে জানা যায়, ভোক্তভোগীর শেখ কবিরের পান্থপথের ৪৭ লেক সার্কাসে কাবিক্রো লিমিটেড একটি কনস্ট্রাকশন সাইট রয়েছে। হঠাৎ করে রাতে সেখানে গিয়ে ভাঙচুর চালায় ২০ জনের মতো যুবকদের একটি দল। সেখান থেকে ড্রয়ার ভেঙে তাঁরা টাকাও নেয়। পরে ভুক্তভোগী ৯৯৯-এ ফোন করলে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ দল সেখানে গিয়ে তাদের আটক করে। লুট হওয়া টাকা থেকে প্রায় অর্ধ লক্ষ টাকা উদ্ধার করে।

ওসি মুক্তারুজ্জামান আরও বলেন, অভিযুক্তরা দাবি করেছেন, ওই কনস্ট্রাকশন সাইটে আওয়ামী লীগে কার্যক্রম চলছিল—এমনটি শুনে তাঁরা সেখানে গিয়েছিলেন। কিন্ত ভুক্তভাগী বলেছেন, এটা তাঁর ব্যক্তিগত অফিস। এটা আওয়ামী লীগের কোনো অফিস ছিল না। সেই অফিস ভাঙচুর করে তিন লাখ টাকা নিয়ে নেয় তাঁরা।

এ ঘটনায় কলাবাগান থানায় ১৪ জনসহ অজ্ঞাত পাঁচ ছয় জনের নামে আইনশৃঙ্খলা বিঘন্নকারী অপরাধে দ্রুত বিচার আইনের মামলা হয়েছে।

ঢাকা-৭ আসন: নিরাপত্তা নিয়ে শঙ্কায় ভোটার

ঋণের জামিনদার হওয়াই কাল, মা-মেয়েকে হত্যার পর লাশের সঙ্গেই ঘুমাতেন দুই বোন

এক সপ্তাহের মধ্যে ‘হাদি সমাবেশে’র ঘোষণা ইনকিলাব মঞ্চের

উত্তরায় অগ্নিকাণ্ড: বাড়ির ছাদ ছিল তালাবদ্ধ, ধোঁয়ায় দম বন্ধ হয়ে প্রাণ যায় ৬ জনের

রাজধানীর উত্তরায় সাততলা ভবনে আগুন: একই পরিবারের ৩ জনসহ নিহত বেড়ে ৬

ঢাকা-৪ আসন: প্রার্থীদের প্রতিশ্রুতির জোয়ার

ঢাকার সাত কলেজ: দিনভর চরম দুর্ভোগ হাজারো মানুষের

কেরানীগঞ্জে শিক্ষিকার বাসা থেকে মা-মেয়ের লাশ উদ্ধার, আটক ৪

সাবেক ‘চিফ হিট অফিসার’ বুশরা আফরিনকে দুদকে জিজ্ঞাসাবাদ

লাইটার জাহাজে রমজানের নিত্যপণ্য মজুত করছেন ব্যবসায়ীরা, অভিযান পরিচালনা করবে সরকার