হোম > সারা দেশ > ঢাকা

চিকিৎসার জন্য রাতে স্ত্রীসহ সিঙ্গাপুর যাচ্ছেন মির্জা ফখরুল 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

চিকিৎসার জন্য আজ বৃহস্পতিবার রাতে সিঙ্গাপুর যাচ্ছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর সঙ্গে স্ত্রী রাহাত আরা বেগমও যাচ্ছেন। 

মির্জা ফখরুল নিজেই আজ বৃহস্পতিবার গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। এ সময় নিজের সুস্থতার জন্য দলের নেতা-কর্মী ও দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি। 

ফখরুল জানান, তিনি এবং তাঁর স্ত্রী দীর্ঘদিন অসুস্থ। চিকিৎসার জন্য বেশ কিছুদিন ধরে সিঙ্গাপুর যাওয়ার কথা ছিল তাঁদের। চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার পর এবার যাচ্ছেন।

কয়েক বছর আগে মির্জা ফখরুলের ঘাড়ে ইন্টারনাল ক্যারোটিড আর্টারিতে ব্লক ধরা পড়ে। তাঁর গলার ধমনিতে রক্ত চলাচলেও জটিলতা সৃষ্টি হয়। সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে তাঁর চিকিৎসা হয়। চিকিৎসার ফলোআপের জন্য সিঙ্গাপুরের ওই হাসপাতালে যেতে হয়। তাঁর স্ত্রী রাহাত আরা বেগমের সম্প্রতি একটি অস্ত্রোপচার হয়। তিনি সিঙ্গাপুরের র‍্যাফেলস হসপিটালে চিকিৎসা নেবেন। চিকিৎসা শেষে সপ্তাহখানেক পর তাঁরা দেশে ফিরতে পারেন বলে জানা গেছে।

গত ৮ ডিসেম্বর গভীর রাতে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে পুলিশ তাঁর উত্তরার বাসা থেকে গ্রেপ্তার করে। এক মাস পর তিনি মুক্তি পান। চিকিৎসকের পরামর্শে স্বাস্থ্য পরীক্ষার জন্য গত ১৫ জানুয়ারি তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন

স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবি সম্মিলিত নারী প্রয়াসের

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ থেকে ‘খেলনা পিস্তলসহ’ যুবক আটক

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা

হাদি হত্যাকাণ্ড: ফয়সালকে পালাতে সহায়তার অভিযোগে গ্রেপ্তার রাজুর স্বীকারোক্তি

সুপারিশের তিন মাস পেরোলেও যোগদান হয়নি ৩৫০০ চিকিৎসকের

শাহবাগে আবারও ইনকিলাব মঞ্চের অবরোধ

হাজারীবাগে ‘ককটেল’ বিস্ফোরণ, পুলিশ বলছে পটকা

কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের লাঠিমিছিল, পাল্টাপাল্টি ধাওয়া

মাকে দেখতে মাঝরাতে হাসপাতালে তারেক রহমান