রাজধানীর পল্টন জিপিও মোড়ে বাসচাপায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। তাঁর নাম আব্দুল জব্বার শরিফ (৭৫)। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জিপিও-এর প্রধান গেটের সামনে বাসচাপায় তিনি গুরুতর আহত হন। পরে পল্টন থানা-পুলিশ তাঁকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। চিকিৎসক সোয়া ৭টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন।
মরদেহ ময়নাতদন্তের জন্য জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। ওই বৃদ্ধের পরিবারকে খবর দেওয়া হয়েছে।
পল্টন থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. দেলোয়ার হোসেন জানান, সন্ধ্যার দিকে জিপিও-এর প্রধান গেটের সামনে দিয়ে পায়ে হেঁটে যাচ্ছিলেন তিনি। এ সময় মতিঝিলগামী ওয়েলকাম নামের একটি বাস ওই বৃদ্ধকে চাপা দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে ওই বৃদ্ধকে উদ্ধার করে হাসপাতালে আনা হয়। পরে তাঁর মৃত্যু হয়।
ওই বৃদ্ধের কাছে থাকা মুঠোফোনের মাধ্যমে তাঁর পরিচয় নিশ্চিত হওয়া গেছে। মেয়ে হামিদা আক্তার মুঠোফোনে জানান, তাঁর বাবার নাম আব্দুল জব্বার (৭৫)। তাঁদের গ্রামের পটুয়াখালী সদর উপজেলার মাদারবুনিয়া গ্রামে। বর্তমানে নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ এলাকায় থাকেন। তাঁর বাবা বন্ধুর সঙ্গে দেখা করতে কাকরাইল যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়েছিলেন।