হোম > সারা দেশ > ঢাকা

পল্টনে বাসচাপায় বৃদ্ধ নিহত

ঢামেক প্রতিবেদক

রাজধানীর পল্টন জিপিও মোড়ে বাসচাপায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। তাঁর নাম আব্দুল জব্বার শরিফ (৭৫)। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জিপিও-এর প্রধান গেটের সামনে বাসচাপায় তিনি গুরুতর আহত হন। পরে পল্টন থানা-পুলিশ তাঁকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। চিকিৎসক সোয়া ৭টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন। 

মরদেহ ময়নাতদন্তের জন্য জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। ওই বৃদ্ধের পরিবারকে খবর দেওয়া হয়েছে। 

পল্টন থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. দেলোয়ার হোসেন জানান, সন্ধ্যার দিকে জিপিও-এর প্রধান গেটের সামনে দিয়ে পায়ে হেঁটে যাচ্ছিলেন তিনি। এ সময় মতিঝিলগামী ওয়েলকাম নামের একটি বাস ওই বৃদ্ধকে চাপা দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে ওই বৃদ্ধকে উদ্ধার করে হাসপাতালে আনা হয়। পরে তাঁর মৃত্যু হয়। 

ওই বৃদ্ধের কাছে থাকা মুঠোফোনের মাধ্যমে তাঁর পরিচয় নিশ্চিত হওয়া গেছে। মেয়ে হামিদা আক্তার মুঠোফোনে জানান, তাঁর বাবার নাম আব্দুল জব্বার (৭৫)। তাঁদের গ্রামের পটুয়াখালী সদর উপজেলার মাদারবুনিয়া গ্রামে। বর্তমানে নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ এলাকায় থাকেন। তাঁর বাবা বন্ধুর সঙ্গে দেখা করতে কাকরাইল যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়েছিলেন।

শিক্ষার্থী হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক এমপি বাদলকে

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

টাঙ্গাইল-৭: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই ভাই

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী