হোম > সারা দেশ > ঢাকা

বায়তুল মোকাররমের খতিব মাওলানা সালাহউদ্দিন মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব অধ্যক্ষ মাওলানা সালাহউদ্দিন (৮৭) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বৃহস্পতিবার ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালে তিনি মারা যান।

আজ বিকেলে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাঁকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, মাওলানা সালাহউদ্দিন দীর্ঘদিন ধরে ধানমন্ডির জিগাতলার বাসায় শয্যাশায়ী ছিলেন। অসুস্থতার কারণে তিনি বেশ কয়েক বছর খতিবের দায়িত্ব পালন করতে পারছিলেন না।

২০০৮ সালে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের সময় খতিব পদে মাওলানা সালাহউদ্দিনের নিয়োগ নিয়ে মুসল্লিদের দুটি পক্ষের বিরোধে বায়তুল মোকাররম মসজিদে বেশ হট্টগোল হয়েছিল। তিনি ঢাকা মাদ্রাসা–ই–আলিয়ার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ছিলেন। তিনি স্ত্রী, এক ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন।

মাওলানা সালাহউদ্দিন ১৯৪৪ সালে নারায়ণগঞ্জের বন্দর থানার কলাগাছিয়া হাজবাদী গ্রামে জন্মগ্রহণ করেন। পারিবারিক সূত্রে জানা গেছে, আগামীকাল শুক্রবার বাদ জুমা বায়তুল মোকাররম মসজিদে তাঁর জানাজা হবে। পরে বাদ আসর জিগাতলা মসজিদে জানাজা শেষে মিরপুরের মনিপুর বাবাহুজুর মসজিদ প্রাঙ্গণে তাঁকে দাফন করা হবে।

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক 
মাওলানা সালাহউদ্দিনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এক শোক বার্তায় রাষ্ট্রপতি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। 

পৃথক শোকবার্তায় প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

এছাড়া তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

হত্যা মামলায় সুব্রত বাইনের মেয়ে কারাগারে

মির্জাপুরে যুবলীগ নেতা ফেরদৌস গ্রেপ্তার

রাজধানীর যাত্রাবাড়ীতে তরুণকে ছুরিকাঘাতে হত্যা

ফয়সালের সঙ্গে ইনকিলাব কালচারাল সেন্টারে গেছি, এতটুকুই—আদালতে কবির

আমাদের নিরাপত্তা নিজেদেরকেই নিশ্চিত করতে হবে: নাহিদ ইসলাম​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​

হাদিকে হত্যাচেষ্টা: প্রধান আসামি ফয়সালের সহযোগী কবির ৭ দিনের রিমান্ডে

বিজয় দিবসে রাজাকারদের ছবিতে জুতা নিক্ষেপ করলেন জবি শিক্ষার্থীরা

জুলাই রেবেলসের দুজনকে কুপিয়ে আহতের ঘটনায় শীর্ষ সন্ত্রাসী আলতাফসহ গ্রেপ্তার ৩

বিজয় দিবসে ১০০ নৌকা নিয়ে জবি শিবিরের নৌ র‍্যালি

সিঙ্গাপুরে হাদির অবস্থার অবনতির পর স্থিতিশীল: ইনকিলাব মঞ্চ