হোম > সারা দেশ > ঢাকা

বায়তুল মোকাররমের খতিব মাওলানা সালাহউদ্দিন মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব অধ্যক্ষ মাওলানা সালাহউদ্দিন (৮৭) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বৃহস্পতিবার ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালে তিনি মারা যান।

আজ বিকেলে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাঁকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, মাওলানা সালাহউদ্দিন দীর্ঘদিন ধরে ধানমন্ডির জিগাতলার বাসায় শয্যাশায়ী ছিলেন। অসুস্থতার কারণে তিনি বেশ কয়েক বছর খতিবের দায়িত্ব পালন করতে পারছিলেন না।

২০০৮ সালে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের সময় খতিব পদে মাওলানা সালাহউদ্দিনের নিয়োগ নিয়ে মুসল্লিদের দুটি পক্ষের বিরোধে বায়তুল মোকাররম মসজিদে বেশ হট্টগোল হয়েছিল। তিনি ঢাকা মাদ্রাসা–ই–আলিয়ার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ছিলেন। তিনি স্ত্রী, এক ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন।

মাওলানা সালাহউদ্দিন ১৯৪৪ সালে নারায়ণগঞ্জের বন্দর থানার কলাগাছিয়া হাজবাদী গ্রামে জন্মগ্রহণ করেন। পারিবারিক সূত্রে জানা গেছে, আগামীকাল শুক্রবার বাদ জুমা বায়তুল মোকাররম মসজিদে তাঁর জানাজা হবে। পরে বাদ আসর জিগাতলা মসজিদে জানাজা শেষে মিরপুরের মনিপুর বাবাহুজুর মসজিদ প্রাঙ্গণে তাঁকে দাফন করা হবে।

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক 
মাওলানা সালাহউদ্দিনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এক শোক বার্তায় রাষ্ট্রপতি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। 

পৃথক শোকবার্তায় প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

এছাড়া তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

সখীপুরে নিখোঁজের ৭ ঘণ্টা পর বন থেকে উদ্ধার শিশুটি মারা গেছে

ধানমন্ডিতে ককটেল বিস্ফোরণ

ঋণমুক্তির স্বপ্ন নিয়ে ঢাকায় এসেছিলেন সিয়াম, নিভে গেলেন হাতবোমায়

হাদি হত্যা: আদালতে ঘটনার যে বর্ণনা দিলেন প্রত্যক্ষদর্শী সেই রিকশাচালক

নারায়ণগঞ্জে কোটি টাকা মূল্যের নকল স্ট্যাম্প জব্দ, আটক ২

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি, জমকালো আয়োজনে নবীন-প্রবীণের মিলনমেলা

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট

গজারিয়ায় পুলিশের টহল গাড়িতে কাভার্ড ভ্যানের ধাক্কা, সার্জেন্টসহ আহত দুই

রাজবাড়ীতে চাঁদাবাজির সময় গণপিটুনিতে সম্রাট বাহিনীর প্রধান নিহত

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না