হোম > সারা দেশ > ঢাকা

ছাত্র অধিকার পরিষদের ২৪ নেতা-কর্মীকে আদালতে পাঠাল পুলিশ

ঢাবি প্রতিনিধি

বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে আবরার ফাহাদ স্মৃতি সংসদ আয়োজিত স্মরণসভায় শুক্রবার হামলার অভিযোগ ওঠে ছাত্রলীগের বিরুদ্ধে। এ ঘটনায় ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো. নাজিম উদ্দিন বাদী হয়ে আবরার ফাহাদ স্মৃতি সংসদের ১৮ সদস্যদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। মামলা দায়েরের পর আটক ২৪ জনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠিয়েছে শাহবাগ থানার পুলিশ।

শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর মোহাম্মদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ছাত্রলীগের নেতা মো. নাজিম উদ্দিনের করা মামলায় অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ১৪০ থেকে ১৫০ জনকে।

ছাত্র অধিকার পরিষদ গ্রেপ্তার হওয়া ২৪ জনের মধ্যে ২২ জনের নাম জানিয়েছে। তাঁরা হলেন ছাত্র অধিকার পরিষদের সহসভাপতি তারিকুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক নাজমুল হাসান, এইচ এম রুবেল, দপ্তর সম্পাদক মো. সানাউল্লাহ, সহসাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম তুহিন, মামুনুর রশীদ মামুন, সহসম্পাদক পারভেজ মাহমুদ, সদস্য তসলিম হোসাইন অভি, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আখতার হোসেন, সহসভাপতি আসিফ মাহমুদ, সাধারণ সম্পাদক আকরাম হুসাইন, সাহিত্য সম্পাদক জাহিদ আহসান, কর্মী সাদ্দাম হোসেন, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আসাদ বিন রনি, সহসাংগঠনিক সম্পাদক মুজাহিদ মিজান, জিহাদ পাটওয়ারী, পল্টন থানার সদস্য মো. রাকিব, ডেমরা থানার সদস্য আরিফুর রহমান আরিফ, ঢাকা কলেজ শাখার সাবেক সহসভাপতি মো. রাকিব, সাবেক সহসাংগঠনিক সম্পাদক ইউসুফ হোসাইন, কুমিল্লা মহানগর সভাপতি মো. ওয়ালিউল্লাহ ও সোহরাওয়ার্দী কলেজ শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আবু মো. কাওসার। বাকি দুজনের নাম জানা যায়নি।

পুলিশ কর্মকর্তা নূর মোহাম্মদ বলেন, ‘গতকাল (শুক্রবার) সংঘর্ষের ঘটনায় মো. নাজিম উদ্দিন নামে এক ছাত্রলীগ নেতা ১৮ জনের নামে ও অজ্ঞাতনামা ১৪০ থেকে ১৫০ জনকে আসামি করে মামলা করেছেন। মামলার ভিত্তিতে যাচাইবাছাই ও জিজ্ঞাসাবাদ করে ২৪ জনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।’

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট