হোম > সারা দেশ > ঢাকা

রায় অমান্য করে পুনরায় মাটি কাটার দায়ে ভেকু জব্দ

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি 

বিচারকের রায় অমান্য করে পুনরায় কৃষি জমির মাটি কাটার দায়ে ভ্রাম্যমাণ আদালতে এক্সকাভেটর (ভেকু) জব্দ করা হয়। ছবি: আজকের পত্রিকা

গাজীপুরের কালীগঞ্জের শিমুলিয়া এলাকায় বিচারকের দেওয়া রায় অমান্য করে পুনরায় কৃষিজমির মাটি কাটার দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এক্সকাভেটর (ভেকু) জব্দ করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলার শিমুলিয়ার বিল-বেলাই এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তনিমা আফ্রাদ আজকের পত্রিকাকে বলেন, গত ২০ ফেব্রুয়ারি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা তাসনিম উর্মি শিমুলিয়ার বিল-বেলাই এলাকায় অভিযান পরিচালনা করে কৃষিজমির মাটা কাটা বন্ধ করে দেন।

কিন্তু একটি চক্র পুনরায় ওই জমির রূপ পরিবর্তনের উদ্দেশ্যে মাটি কেটে নিচ্ছে এমন সংবাদের ভিত্তিতে আজ মঙ্গলবার সকালে অভিযান পরিচালনা করি। আমাদের যাওয়ার সংবাদ পেয়ে ওই চক্র ভেকু ফেলে পালিয়ে যায়। পরে ভেকুটি জব্দ করে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন জিম্মায় দেওয়া হয়।

বিচারকের রায় অমান্য করে পুনরায় কৃষি জমির মাটি কাটার দায়ে ভ্রাম্যমাণ আদালতে এক্সকাভেটর (ভেকু) জব্দ করা হয়। ছবি: আজকের পত্রিকা

অভিযান পরিচালনাকালে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা তাসনিম উর্মি, বেঞ্চ সহকারী মো. আলামিন ও মো. মাহাবুব আলমসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

ঋণের জামিনদার হওয়াই কাল, মা-মেয়েকে হত্যার পর লাশের সঙ্গেই ঘুমাতেন দুই বোন

এক সপ্তাহের মধ্যে ‘হাদি সমাবেশে’র ঘোষণা ইনকিলাব মঞ্চের

উত্তরায় অগ্নিকাণ্ড: বাড়ির ছাদ ছিল তালাবদ্ধ, ধোঁয়ায় দম বন্ধ হয়ে প্রাণ যায় ৬ জনের

রাজধানীর উত্তরায় সাততলা ভবনে আগুন: একই পরিবারের ৩ জনসহ নিহত বেড়ে ৬

ঢাকা-৪ আসন: প্রার্থীদের প্রতিশ্রুতির জোয়ার

ঢাকার সাত কলেজ: দিনভর চরম দুর্ভোগ হাজারো মানুষের

কেরানীগঞ্জে শিক্ষিকার বাসা থেকে মা-মেয়ের লাশ উদ্ধার, আটক ৪

সাবেক ‘চিফ হিট অফিসার’ বুশরা আফরিনকে দুদকে জিজ্ঞাসাবাদ

লাইটার জাহাজে রমজানের নিত্যপণ্য মজুত করছেন ব্যবসায়ীরা, অভিযান পরিচালনা করবে সরকার

অন্তর্বর্তী সরকারের জ্বালানি মহাপরিকল্পনাকে ‘ত্রুটিপূর্ণ’ বলে যেসব প্রশ্ন তুলল সিপিডি