হোম > সারা দেশ > ঢাকা

রায় অমান্য করে পুনরায় মাটি কাটার দায়ে ভেকু জব্দ

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি 

বিচারকের রায় অমান্য করে পুনরায় কৃষি জমির মাটি কাটার দায়ে ভ্রাম্যমাণ আদালতে এক্সকাভেটর (ভেকু) জব্দ করা হয়। ছবি: আজকের পত্রিকা

গাজীপুরের কালীগঞ্জের শিমুলিয়া এলাকায় বিচারকের দেওয়া রায় অমান্য করে পুনরায় কৃষিজমির মাটি কাটার দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এক্সকাভেটর (ভেকু) জব্দ করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলার শিমুলিয়ার বিল-বেলাই এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তনিমা আফ্রাদ আজকের পত্রিকাকে বলেন, গত ২০ ফেব্রুয়ারি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা তাসনিম উর্মি শিমুলিয়ার বিল-বেলাই এলাকায় অভিযান পরিচালনা করে কৃষিজমির মাটা কাটা বন্ধ করে দেন।

কিন্তু একটি চক্র পুনরায় ওই জমির রূপ পরিবর্তনের উদ্দেশ্যে মাটি কেটে নিচ্ছে এমন সংবাদের ভিত্তিতে আজ মঙ্গলবার সকালে অভিযান পরিচালনা করি। আমাদের যাওয়ার সংবাদ পেয়ে ওই চক্র ভেকু ফেলে পালিয়ে যায়। পরে ভেকুটি জব্দ করে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন জিম্মায় দেওয়া হয়।

বিচারকের রায় অমান্য করে পুনরায় কৃষি জমির মাটি কাটার দায়ে ভ্রাম্যমাণ আদালতে এক্সকাভেটর (ভেকু) জব্দ করা হয়। ছবি: আজকের পত্রিকা

অভিযান পরিচালনাকালে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা তাসনিম উর্মি, বেঞ্চ সহকারী মো. আলামিন ও মো. মাহাবুব আলমসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

বিমানবন্দর এলিভেটেড এক্সপ্রেসওয়ের ঢাকায় প্রবেশের পথ ৪ ঘণ্টা টোলমুক্ত থাকবে আগামীকাল

বিমানবন্দর থেকে গুলশান ও এভারকেয়ার হাসপাতাল এলাকায় ড্রোন ওড়ানো নিষেধ‎

বড়দিন উপলক্ষে আজ সন্ধ্যা থেকে শুক্রবার সকাল পর্যন্ত আতশবাজি ও ফানুস ওড়ানো নিষেধ

শ্রীপুরে গভীর রাতে ইটভাটায় ডেকে নিয়ে জাসাস নেতাকে কুপিয়ে হত্যা

যুবদল নেতা আরিফ সিকদার হত্যা: সুব্রত বাইনের মেয়ে ফের রিমান্ডে

ঘন কুয়াশায় মাওয়া এক্সপ্রেসওয়েতে চার যানবাহনের সংঘর্ষ, আহত কয়েকজন

ডেইলি স্টারে হামলার ঘটনায় গ্রেপ্তার আরও ১

ঢাকা মেডিকেলে ফেলে যাওয়া তরুণীর মরদেহ শনাক্ত, পরিবারের অভিযোগ হত্যা

পাখিও তো গান গায়, পাখির নীড় ভাঙবে কবে—সংস্কৃতিকর্মীর জিজ্ঞাসা

হাদি হত্যা মামলা: ফয়সালদের ৮ ব্যাংক হিসাব অবরুদ্ধ