হোম > সারা দেশ > ঢাকা

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামির ঢামেকে মৃত্যু

ঢামেক প্রতিবেদক

ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী মনিরুজ্জামান ওরফে মাসুম (৪৮) নামে হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামি মারা গেছেন। 

আজ শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ডে মারা যান। গতকাল বিকেলে ওই বন্দীকে কারারক্ষীরা হাসপাতালে ভর্তি করে। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘কারাগার থেকে কারা চিকিৎসকের পরামর্শে কারারক্ষীরা অসুস্থ অবস্থায় ওই বন্দীকে হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।’ 

জানা গেছে, ওই বন্দীকে গাজিপুর কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার হতে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নিয়ে আসা হয়। কেন্দ্রীয় কারাগারের চিকিৎসকের পরামর্শে গতকাল বেলা সোয়া ৩টার দিকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়। চিকিৎসকেরা হাসপাতালের নতুন ভবনের ৬ষ্ঠ তলায় ৬০১ নম্বর ওয়ার্ডে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। 

মনিরুজ্জামান ওরফে মাসুমের বাড়ি পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার পিয়ারপুর গ্রামে। বাবার নাম মজিবর রহমান। ঈশ্বরদী থানার হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ছিল। তার কয়েদি নম্বর-৪৬৮১ /এ।

যশোর সাংবাদিক ফোরাম ঢাকার আত্মপ্রকাশ

ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসচাপায় মোটরসাইকেলচালক নিহত, আরোহী আহত

বাপ্পী নামক কলাগাছকে সামনে এনে হাদি হত্যাকাণ্ডের মূল ঘটনাকে আড়াল করা হচ্ছে: জাবের

হাদি হত্যাসহ সারা দেশে টার্গেট কিলিংয়ের প্রতিবাদে জবিতে মানববন্ধন

রাজধানীতে গ্যাসের অতি স্বল্পচাপের যে ব্যাখ্যা দিল তিতাস

মির্জাপুরে ডাম্প ট্রাকচাপায় অজ্ঞাতনামা নারীর মৃত্যু

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে: মূল নকশার বাইরে চারটি র‍্যাম্প নির্মাণের ভাবনা

মোসাব্বির হত্যা: তদন্তে রাজনৈতিক দ্বন্দ্ব ও আধিপত্যে নজর

ফরিদপুরে জামায়াতের প্রার্থীকে শোকজ

প্রথম আলো কার্যালয়ে হামলা: ৮ আসামিকে রিমান্ডে নেওয়ার নির্দেশ