হোম > সারা দেশ > ঢাকা

সাইবার নিরাপত্তা আইনের মামলা রহিত হবে: আসিফ নজরুল

আজকের পত্রিকা ডেস্ক­

ঢাকা ক্লাবে এক অনুষ্ঠানে বক্তব্য দেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। ছবি: পিআইডি

সাইবার নিরাপত্তা আইন বাতিলের মাধ্যমে এই আইনের অধীনে সাংবাদিকদের বিরুদ্ধে হওয়া সকল হয়রানিমূলক মামলা স্বয়ংক্রিয়ভাবে বাতিল করা হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।

আজ শুক্রবার ঢাকা ক্লাবে অনুষ্ঠিত ‘ডিআরইউ-দেশ টিভি বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২৪’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

গত ৭ নভেম্বর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের এক বৈঠকে সাইবার নিরাপত্তা আইন বাতিলের নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়। এর উল্লেখ করে আসিফ নজরুল বলেন, সাইবার সিকিউরিটি অ্যাক্ট বাতিলের পর এই আইনের অধীনে থাকা মামলা স্বয়ংক্রিয়ভাবে রহিত হয়ে যাবে, এ জন্য আলাদা করে আবেদন করার প্রয়োজন নেই।

তবে যৌন হয়রানির মতো অপরাধ, কম্পিউটার অফেনস্ বা কম্পিউটার হ্যাকিং সম্পর্কিত মামলাগুলোর বিচার অব্যাহত থাকবে। এর বাইরে ছাত্র-জনতার আন্দোলনের সময় শহীদ পরিবারের দায়ের করা মামলা বিশেষভাবে দেখা হবে বলেও তিনি জানান।

ঢাকা ক্লাবে এক অনুষ্ঠানে বক্তব্য দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ছবি: পিআইডি

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, ডিআরইউ সভাপতি শুকুর আলী শুভ ও সাধারণ সম্পাদক মহিউদ্দিনসহ অন্যান্য সাংবাদিক নেতৃবৃন্দ।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, সাংবাদিকদের সারা দেশের খবর তুলে আনতে হবে। পরিবেশ বিষয়ক গভীর ও জাতীয় পর্যায়ের সাংবাদিকতা গুরুত্বপূর্ণ। জনস্বার্থের ইস্যুকে গুরুত্ব দিয়ে সাংবাদিকতা করা জরুরি।

তিনি আরও বলেন, সত্যনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা সমাজ পরিবর্তনের গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে কাজ করে। সাহসী ও নিরপেক্ষ রিপোর্টিং দেশকে সঠিক পথে পরিচালিত করতে সহায়ক হবে।

দেশ টিভি ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানে প্রিন্ট, অনলাইন, টেলিভিশন ও রেডিও এই তিনটি ক্যাটাগরিতে পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

ঋণমুক্তির স্বপ্ন নিয়ে ঢাকায় এসেছিলেন সিয়াম, নিভে গেলেন হাতবোমায়

হাদি হত্যা: আদালতে ঘটনার যে বর্ণনা দিলেন প্রত্যক্ষদর্শী সেই রিকশাচালক

নারায়ণগঞ্জে কোটি টাকা মূল্যের নকল স্ট্যাম্প জব্দ, আটক ২

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি, জমকালো আয়োজনে নবীন-প্রবীণের মিলনমেলা

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট

গজারিয়ায় পুলিশের টহল গাড়িতে কাভার্ড ভ্যানের ধাক্কা, সার্জেন্টসহ আহত দুই

রাজবাড়ীতে চাঁদাবাজির সময় গণপিটুনিতে সম্রাট বাহিনীর প্রধান নিহত

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

মগবাজারে ককটেল বিস্ফোরণে নিহতের মরদেহ ঢামেক মর্গে